ফলোঅনের শঙ্কা নিয়ে দ্বিতীয় দিন পার করলো বাংলাদেশ

download

স্কোরবোর্ডে ৮২ রান থাকা পর্যন্ত বাংলাদেশের ইনিংস ভালোই চলছিল। এর পরই হঠাৎ ছন্দপতন ঘটে। দারুণ খেলতে থাকা তামিম ইকবাল ৪৭ রান করে বিদায় নেন। এরপর ৪০ রানের মধ্যেই একে একে নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও লিটন দাস বিদায় নেন। তখনই ফলোঅনের শঙ্কা জাগে।

তবে আশার কথা হলো দিনের বাকিটা সময় আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিন (৯ এপ্রিল) শেষে টাইগারদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান। অভিজ্ঞ মুশফিকুর রহিম ৩০ ও ইয়াসির আলি রাব্বি ৮ রানে অপরাজিত আছেন। তারা আগামীকাল তৃতীয় দিন আবারও ব্যাটিংয়ে নামবেন।

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থেকে এখনো ৩১৪ রানে পিছিয়ে বাংলাদেশ। স্বীকৃত ব্যাটার বলতে আছেন কেবল মেহেদী হাসান মিরাজ। তারা স্কোর কোথায় নিয়ে যেতে পারেন এখন সেটাই দেখার বিষয়। তবে একটা প্রশ্ন এখনই ঘুরপাক খাচ্ছে, এই টেস্টে বাংলাদেশের পরাজয় কী নিশ্চিত হয়ে গেলো ?

আজ সারাদিনে মোট ৮৭ ওভার ২ বল খেলা হয়েছে। এতে রান উঠেছে ৩১৪ এবং উইকেট পড়েছে ১০টি।

Pin It