নতুন ডিক্রি জারি করে পশ্চিমাদের সবচেয়ে বড় সতর্কবার্তা দিলেন পুতিন

image-547488-1651593715

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার একটি নতুন ডিক্রি জারি করেছেন।

সেই ডিক্রি অনুযায়ী সহজ ভাষায় বলা যায়, যারাই রাশিয়ার বিরুদ্ধে যাবে তাদের সঙ্গে থাকা চুক্তি বাতিল করা এবং তাদের কাছে পণ্য আমদানি করা বন্ধ করে দেবে রাশিয়া।

সংবা সংস্থা রয়টার্স জানিয়েছে, এমন ডিক্রি জারি করে এখন পর্যন্ত পশ্চিমাদের সবচেয়ে বড় সতর্ক বার্তা দিয়েছেন পুতিন।

তিনি জানিয়ে দিয়েছেন, যে কোনো সময় আমদানি বন্ধ করে দেবেন তিনি।

মূলত যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আরোপিত নিষেধাজ্ঞার জবাবে এমন ডিক্রি জারি করেছেন পুতিন।

তিনি বলেছেন, যারা রাশিয়ার বিরুদ্ধে যাবে তাদের নিষেধাজ্ঞা দেওয়া হবে, সকল বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা হবে।

পুতিনের জারিকৃত ডিক্রি অনুযায়ী, রাশিয়া চাইলে কাঁচামাল রপ্তানিও বন্ধ করে দেবে।

কাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে সেটি ঠিক করতে কর্মকর্তাদের ১০ দিন সময় দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।

এখন দেখার বিষয় রাশিয়ার কঠোর নিষেধাজ্ঞার আওতায় কারা পড়ে।

রাশিয়ার গ্যাস নিয়ে কথা ওঠতেই ইতিমধ্যে ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে।

আর পুতিনের নতুন সতর্কবার্তার পর পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে।

Pin It