বিএনপি জাতীয় নির্বাচনে আসবেই: ওবায়দুল কাদের

image-40780-1651748079

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জাতীয় নির্বাচনে আসবেই, ‘গাধা জলখায় ঘোলা করে খায়’ গাধা যেমন পানি ঘোলা করে খায় বিএনপিও তেমনি পানি ঘোলা করে খেয়ে তারপর নির্বাচনে আসবে। নির্বাচনে অংশগ্রহণ করা বিএনপির অধিকার, সুযোগ নয়।

বৃহস্পতিবার রাতে ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে দ্রব্যমূল্য ভারসাম্যে আছে, আমাদের প্রধানমন্ত্রী তা নিয়ন্ত্রণে রেখেছেন। ইউক্রেনে যুদ্ধের প্রতিক্রিয়ায় সারা বিশ্বেই জিনিসপত্রের দাম বেড়েছে। তাই বাংলাদেশেও বেড়েছে। সে হিসেবে আমাদের দেশ বেশ ভালো আছে।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি কী বলে মানুষের কাছে ভোট চাইবে, তাদের সময়কালে দেশে কোনো উন্নয়ন কর্মকাণ্ড নেই। অপরদিকে আওয়ামী লীগ পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, মেট্রোরেলসহ সারাদেশে ব্যাপক উন্নয়ন করেছে।

নিরপেক্ষ নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের আরও বলেন, এখানে নিরপেক্ষ সরকারের দরকার নেই, দরকার নিরপেক্ষ নির্বাচন কমিশন। এক্ষেত্রে সরকারের কোনো ভুমিকা নেই।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল ইসলাম মোল্লা, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী,ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপনসহ দলীয় নেতা ও প্রশাসনের কর্মকর্তারা।

Pin It