ফেরদৌস ওয়াহিদের শারীরিক অবস্থার খবর জানালেন হাবিব

1658845684.Ferdous-habib

হার্ট অ্যাটাকের পর পপ শিল্পী ও নির্মাতা ফেরদৌস ওয়াহিদের ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

সার্জারির পর সুস্থ হয়ে উঠছেন এই কিংবদন্তি।

মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন ফেরদৌস ওয়াহিদের পুত্র জনপ্রিয় গায়ক হাবিব ওয়াহিদ। তিনি জানান, হার্ট সার্জন ডাঃ জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন ফেরদৌস ওয়াহিদ।

হাসপাতাল থেকে তোলা ফেরদৌস ওয়াহিদ ও ডাঃ জাহাঙ্গীর কবিরের একটি ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করেন হাবিব। সেখানে এই গায়ক লেখেন, আপনাদের দোয়ায়, মহান আল্লাহর ইচ্ছায় ফেরদৌস ওয়াহিদ ওপেন হার্ট বাইপাস সার্জারির পর আস্তে আস্তে তার চিরচেনা রূপে ফিরছেন।

এর আগে বৃহস্পতিবার (১৪ জুলাই) দিনগত রাতে হার্ট অ্যাটাক করেন ফেরদৌস ওয়াহিদ। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

তার আগে ২০২০ সালে করোনাভাইরাসে আক্রান্ত হন ফেরদৌস ওয়াহিদ। দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে। ৭০ বছর বয়সী এ সংগীতশিল্পী কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।

Pin It