বন্ধ হয়ে গেছে রুশ সেনাদের ভারী অস্ত্র পরিবহণের রাস্তা

image-577966-1659027006

ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেছেন, ইউক্রেনের সেনাদের একাধিক হামলায় খেরসনের আন্তোনিভস্কি ব্রিজটি ধ্বংসপ্রাপ্ত হওয়ায়, খেরসনে আর কোনো ভারী যান ও অস্ত্র পরিবহণ করতে পারবে না রুশ সেনারা।

খেরসনের সামরিক ও বেসামরিক প্রশাসনের প্রধানের উপদেষ্টা সেরহি ক্লান বলেছেন, এক হাজার মিটার লম্বা আন্তোনিভস্কি ব্রিজটি রুশ সেনাদের অস্ত্র, গোলাবারুদ এবং খাদ্য পরিবহণের গুরুত্বপূর্ণ রুট ছিল

তিনি আরও বলেছেন, ব্রিজটিতে হামলা ছিল নির্ভুল। এ কারণে ব্রিজটি দিয়ে সকল ধরণের পরিবহণ অসম্ভব হয়ে গেছে। এ মুহূর্তে এটির প্রবেশদ্বার বন্ধ আছে।

তবে রুশ সেনারা এখন একটি পল্টুন বা ভাসমান ব্রিজ তৈরির চেষ্টা করতে পারে বলে জানিয়েছেন সেরহি ক্লান। তবে তিনি সঙ্গে এও জানিয়ে দিয়েছেন, দিনিপ্রো নদীর বাঁ পাশটি জলাভূমি ও প্লাবনভূমিতে ভরপুর। ফলে সেখানে পল্টুন ব্রিজ তৈরি করলেও পণ্য বা অস্ত্র পরিবহণে ঠিকই বেগ পেতে হবে।

তবে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর এখন সেখানে ফেরির মাধ্যমে পণ্য পরিবহণ করছে রুশ সেনারা। রাশিয়ার বসানো খেরসন অঞ্চলের প্রশাসনের প্রধান কিরিল স্ট্রেমোসোভ জানিয়েছেন এমন তথ্য।

তিনি জানিয়েছেন, ব্রিজটির সামনে শুধু পণ্য আসছে আর সেগুলো নদীর অপরপাশে চলে যাচ্ছে।

Pin It