এশিয়া কাপে কোন দলের খেলা কবে

image-587697-1661434082

শনিবার সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া অঞ্চলের অন্যতম সেরা আসর এশিয়া কাপ।

অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি জোরদারের লক্ষ্যে এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

এশিয়া কাপে অংশ নিতে আগ্রহী প্রতিটি দল এখন অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাতে। আসরের আয়োজক হওয়া সত্ত্বেও বাছাই পর্বের বাধা ডিঙ্গাতে না পারায় এশিয়া কাপের মূলপর্বে খেলার সুযোগ পাচ্ছে না আমিরাত। বাছাইপর্বে উত্তীর্ণ হয়ে মূলপর্বের টিকিট নিশ্চিত করেছে হংকং।

শনিবার এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে আফগানিস্তান। দ্বিতীয় দিনে মুখোমুখি হবে এশিয়ার অন্যতম সেরা দুই ক্রিকেট পরাশক্তি ভারত-পাকিস্তান।

ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরেই টিভি টকশো থেকে শুরু করে চায়ের আড্ডাতেও দুই দলের শক্তি এবং দুর্বলতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন ক্রিকেটবোদ্ধা থেকে শুরু করে সমর্থকরা।

৩০ আগস্ট আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১ সেপ্টেম্বর শ্রীলংকার মুখোমুখি হবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ।

Pin It