সেই ভুল সংশোধন করার অঙ্গীকার রাশিয়ার

image-599351-1664124298

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে ইউক্রেনে যুদ্ধ করতে সেনা জড়ো করার ডিক্রি জারি করেন।

এরপর যুদ্ধ করতে সক্ষম নাগরিকদের কাছে নোটিশ পাঠানো শুরু করে রুশ কর্মকর্তারা। তবে এর মধ্যেই বের হয়ে আসছে যুদ্ধ করতে অক্ষম ও বয়স্ক ব্যক্তিদের কাছেও সেনাবাহিনীতে যোগ দেওয়ার নোটিশ আসছে।

এ বিষয়টি সামনে আসার পর বিষয়টি সংশোধন করার অঙ্গীকার করেছে রাশিয়া।

দক্ষিণ-পূর্ব দিকের অঞ্চল ভোলগোগ্রাদে ৬৩ বছর বয়সী এক ব্যাক্তির কাছে সেনাবাহিনীতে যোগ দেওয়ার নোটিশ আসে। তিনি আগে সেনাবাহিনীতে ছিলেন। কিন্তু তার ডায়বেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতা আছে। এটি ছাড়াও একইরকম খবর আসছে বিভিন্ন জায়গা থেকে।

তবে রাশিয়ার সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, ৬৩ বছর বয়স্ক ওই ব্যক্তির শারীরিক জটিলতার বিষয়টি সামনে আসার পর তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

রাশিয়ার কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, যাদের ডাকা হয়েছে তাদের মধ্যে যদি কেউ যুদ্ধে যেতে অক্ষম হন তাহলে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।

Pin It