গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৫৬ জন।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৩৫ জন। এরমধ্যে ঢাকায় ৫১৮ এবং ঢাকায় বাইরে বিভিন্ন হাসপাতালে ১১৭ জন ভর্তি হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ১৫৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৬৫৮ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৫০০ জন রোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আক্রান্ত হয়ে সারাদেশে ১৬ হাজার ৭২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১২ হাজার ৭৯৯ এবং ঢাকার বাইরে ৩ হাজার ৯২৮ জন।
অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫১৩ জন। এর মধ্যে ঢাকায় ১১ হাজার ১১৪ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৩ হাজার ৩৯৯ জন।