সাকিবদের লক্ষ্য, ঝলমলে রোদের শহরে ভালো খেলা

image-65196-1667640999

ছোট্ট শহর অ্যাডিলেড। এখানকার আবহাওয়া নিয়ে শুরুতে বাংলাদেশ দলের মধ্যে নেতিবাচক আলোচনা ছিল। সেটাই এখন বাংলাদেশের কন্ডিশনে পরিণত হয়েছে। ঝকঝকে রোদ।

সবচেয়ে বড় কথা হলো, অ্যাডিলেডে বাংলাদেশ দলকে এখন সবাই চেনে। জার্সি গায়ে কোনো দোকানে বা রাস্তার পাশ দিয়ে গেলে ছবি তোলার জন্য সবাই আবদার করে। এমন আবহাওয়ায় বাংলাদেশের খেলোয়াড়রা স্বস্তি পেয়েছেন। পাকিস্তানের বিপক্ষে ভালো খেলা সাকিব-তাসকিনদের লক্ষ্য।

রোলটন ওভাল মাঠটি বিশাল বড়। সেখানে আগেরদিন দীর্ঘক্ষণ অনুশীলন করেছিলেন সাকিব আল হাসান। দলের বাকিরাও দীর্ঘসময় অনুশীলন করেন। কাল বিশাল মাঠে বড় বড় ছক্কায় নিজেদের ঝালিয়ে নিলেন নুরুল হাসান, সৌম্য সরকাররা। ছিলেন মেহেদী হাসান মিরাজ, ইয়াসির আলীও। লিটন দাস কালও মাঠে যাননি।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানালেন, ‘আশা করি লিটনের খেলতে কোনো সমস্যা হবে না।’ প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরীও একই কথা বললেন। একাদশে একটা পরিবর্তন আসতে পারে। শরীফুল ইসলামের পরিবর্তে সৌম্য, মিরাজ নাকি ইবাদত মাঠে নামবেন সেটাই এখন দেখার।

বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম জুম সংবাদ সম্মেলনে বলেন, ‘এখন আমার লক্ষ্য বিশ্বকাপ ভালোভাবে শেষ করা। বেশি দূরের কিছু নিয়ে ভাবিনি।’

ভারতের বিপক্ষে অ্যাডিলেডে বৃষ্টি-আইনে পাঁচ রানে হারের পর সমালোচনা হচ্ছে বিরাট কোহলির ‘ফেক ফিল্ডিং’ নিয়ে। পাকিস্তানের টপঅর্ডার রানখরায় ভুগছে। অধিনায়ক বাবর আজম টি ২০ বিশ্বকাপে নিষ্প্রভ।

এদিকে আর চার উইকেট পেলে মোস্তাফিজুর রহমানের একশ আন্তর্জাতিক টি ২০ উইকেট পূর্ণ হবে। একই মাইলফলকে পা দিতে শাদাব খানের লাগবে পাঁচ উইকেট। অ্যাডিলেডে পাকিস্তান পাঁচটি টেস্ট ম্যাচ ও ১৯টি ওয়ানডে খেললেও এই প্রথম কোনো টি ২০ ম্যাচে মাঠে নামবে।

বিশ্বকাপের সুপার টুয়েলভে গ্রুপ-২-এর শেষ তিনটি ম্যাচই হচ্ছে আজ। কোনো দলেরই শেষ চার নিশ্চিত হয়নি। একটু এদিক-ওদিক হলেই সমীকরণ বদলে যেতে পারে। কাল সংবাদ সম্মেলনে বাঁ-হাতি পাকিস্তানি ব্যাটার শান মাসুদ বলেন, ‘যা আমাদের হাতে আছে আমরা সেটির ওপর পুরো মনোযোগ দেব। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ থেকে দুই পয়েন্ট চাই। এই ম্যাচ জিতে অন্য দলগুলোর কাজ কঠিন করে দিতে চাই। শেষ বল পর্যন্ত আমাদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই আমাদের এই ম্যাচে ভালো সুযোগ রয়েছে।’

পাকিস্তানকে হারালে সেমিতে যেতে পারে বাংলাদেশ

পক্ষপাত আম্পায়ারিং আর বিরাট কোহলির অবৈধ সুবিধা নেওয়ার কারণে নিশ্চিত জয়ের ম্যাচে ভারতের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ।

ভারতের বিপক্ষে ৫ রানের হারে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান অষ্টম আসরের সেমিফাইনালে ওঠার পথ কঠিন হয়ে যায়। তবে এখনো সেমিফাইনালে খেলার সুযোগ রয়েছে টাইগারদের।

রোববার বাংলাদেশ সময় সকাল ১০টায় পাকিস্তানের মুখোমুখি হবে সাকিব আল হাসানরা। একই দিন সকাল ৬টায় তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা যদি নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে যায় এবং বাংলাদেশ নিজেদের ম্যাচে পাকিস্তানকে হারাতে পারে তাহলে পাঁচ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট হবে ৬। দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান হারলে তাদের পয়েন্ট পাঁচ ম্যাচে আগের মতো ৫ ও ৪-ই থাকবে। সেক্ষেত্রে ভারতের সঙ্গী হয়ে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ।

তবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায়। তখন উভয় দল সমান ১ পয়েন্ট করে পাবে। আর দক্ষিণ আফ্রিকা যদি নেদারল্যান্ডসের বিপক্ষে হারে তখন দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও পাকিস্তানের পয়েন্ট সমান ৫ হবে। সেক্ষেত্রে রান রেটে এগিয়ে থাকা দল ভারতের সঙ্গে সেমিতে যাবে।

অন্যদিকে বাংলাদেশ যদি পাকিস্তানকে বড় ব্যবধানে হারায় আর দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ম্যাচটি যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয়, তখন বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট সমান ৬ হবে। সেক্ষেত্রে রান রেটে এগিয়ে থাকা দলটি ভারতের সঙ্গে সেমিফাইনালে যাবে।

আবার শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল দল জিম্বাবুয়ে। ভারত যদি জিম্বাবুয়ের বিপক্ষে হারে তখন তাদের পয়েন্ট সেই ৬-ই থাকবে। সেক্ষেত্রে বাংলাদেশ যদি পাকিস্তানকে হারাতে পারে এবং দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ম্যাচটি যদি বৃষ্টিতে ভেসে যায়- তখন ভারত, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের পয়েন্ট সমান ৬ হবে। তখন রান রেটে এগিয়ে থাকা দুটি দল সেমিতে যাবে।

এসব সমীকরণ মাথায় রেখেই পাকিস্তান ম্যাচের আগে বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদ বলেছেন, এই গ্রুপের বেশির ভাগ ম্যাচই কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে, এখনো কিন্তু যে কোনো কিছু হতে পারে। অলৌকিক কিছু হয়েও যেতে পারে।

Pin It