রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য যে শর্ত দিলেন জেলেনস্কি

image-613813-1667929797

ইউক্রেনে হামলা আরও জোরদার করেছে রাশিয়া। ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ বাহিনী তার দেশের ৫০ এলাকায় হামলা চালিয়েছে।

পাল্টা হামলাও চালিয়ে যাচ্ছে ইউক্রেন। এমন আবহে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়ে একটি শর্ত জুড়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

nagad-300-250
মস্কোকে আঞ্চলিক অখণ্ডতার বিষয়ে কিয়েভকে নিশ্চয়তা দিলে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন জেলেনস্কি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার একটি লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট এই শর্ত দিয়েছেন।

জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলনে বক্তব্য দেয়ার আগে সোমবার জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়ার সঙ্গে আলোচনার প্রধান শর্ত হলো- ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার।’

এর আগে জেলনস্কি বলেছিলেন, ‘পুতিন ক্ষমতায় থাকলে তিনি কোনো আলোচনায় বসবেন না।’

এদিকে মঙ্গলবার জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলন কপ-২৭ এ ভার্চ্যুয়ালি দেয়া এক ভাষণে চলমান যুদ্ধে যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।

অন্যদিকে দোনেৎস্কে রুশ বাহিনীর সঙ্গে তুমুল লড়াই চলছে ইউক্রেনীয় সেনাদের। জেলেনস্কির দাবি, প্রতিদিন শত শত রুশ সেনা নিহত হচ্ছেন। ইউক্রেনীয় অবস্থানের সামনের মাঠটি আক্ষরিক অর্থে দখলদারদের লাশে ভরাট হয়ে গেছে।

যে কারণে সত্যিকারের শান্তি আলোচনায় রাশিয়াকে বাধ্য করতে হবে বলে মন্তব্য করেন জেলেনস্কি।

Pin It