অর্থপাচারকা-রীরা জাতির শত্রু, তাদের শাস্তি হওয়া উচিত: হাইকোর্ট

image-613768-1667922088

অর্থপাচারকারীরা জাতির শত্রু। অর্থ লোপাট ও পাচারের মামলার সামারি ট্রায়াল হওয়া উচিত। জনগণের টাকা যারা আত্মসাৎ করে তাদের শাস্তি হওয়া উচিত।

মঙ্গলবার বেসিক ব্যাংকের অর্থপাচারের মামলার আসামি মোহাম্মদ আলীর জামিন শুনানিকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালতে আসামিপক্ষের আইনজীবী আবুল হোসেন বলেন, পাঁচ বছর পার হয়ে গেলেও মামলায় চার্জশিট দিচ্ছে না দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ কারণে বিচারও শেষ হচ্ছে না।

দুদককে প্রশ্ন রেখে আদালত বলেন, কেনো চার্জশিট দিচ্ছেন না? অর্থ লোপাট ও পাচারের মামলার সামারি ট্রায়াল হওয়া উচিত। যারা জনগণের টাকা আত্মসাৎ করে তাদের শাস্তি হওয়া উচিত। পাশাপাশি আদালত বেসিক ব্যাংকের চার হাজার কোটি টাকা পাচারের সব মামলার সবশেষ তথ্য ২১ নভেম্বরের মধ্যে পেশ করতে নির্দেশ দেন। নির্দিষ্ট সময়ের মধ্যে দুদককে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

Pin It