করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২০ জন

image-618963-1669289665

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৩১ জন রয়েছে। একই সময়ে আরও ২০ জনের শরীরে করোনা ধরা পেড়েছে। তাদের নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৪৬৯ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৭টি নমুনা পরীক্ষা করে ২০ জন নতুন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ০ দশমিক ৬৫ শতাংশ।

শনাক্ত রোগীদের মধ্যে ঢাকার বাসিন্দা ১০ জন। এছাড়া চট্টগ্রাম জেলায় একজন, কক্সবাজার জেলায় এক, রাজশাহী জেলায় দুই ও সিলেট জেলায় ছয়জন নতুন রোগী শনাক্ত হয়েছে। দেশের বাকি ৫৯ জেলায় নতুন করে কারো করোনাভাইরাস শনাক্ত হয়নি।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭৭ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৫ হাজার ৩৩০ জন।

Pin It