পারমাণবিক হামলার হুমকি দিলেন পুতিন

image-627286-1671641468

রাশিয়া পরমাণবিক যুদ্ধের জন্য বাহিনী প্রস্তুত রাখবে বলে হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার রুশ-ইউক্রেণ যুদ্ধের ৩০১তম দিনে দেশটির প্রতিরক্ষাপ্রধানদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন তিনি।

জানান, পশ্চিমা সমর্থিত ইউক্রেনে তারা সামরিক আক্রমণ বৃদ্ধি করবে ও পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। খবর এএফপির।

পুতিন বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী এবং যুদ্ধ ক্ষমতা ক্রমাগত বৃদ্ধি করা হচ্ছে। এই প্রক্রিয়া অবশ্যই অব্যাহত থাকবে। রাশিয়া ত্রিমুখী পারমাণবিক যুদ্ধের প্রস্তুতির উন্নতি করবে।’

এ সময় তিনি নতুন জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রর কথা উল্লেখ করেন।

পুতিন বলেন, ‘নতুন বছরের শুরুতে অ্যাডমিরাল গোর্শকভ ফ্রিগেট নতুন জিরকন হাইপারসনিক মিসাইল দিয়ে সজ্জিত হবে, বিশ্বে যার সমতুল্য কিছু নেই। হাইপারসনিক সারমাত ক্ষেপণাস্ত্র, যা ‘সাটান দ্বিতীয়’ হিসাবে পরিচিত, তা অদূর ভবিষ্যতে সেনাবাহিনীতে মোতয়েনের উপযুক্ত হবে বলেও মন্তব্য করেছেন পুতিন।

তিনি বলেন, সেনাবাহিনীর প্রয়োজনীয়তা ও চাহিদা মেটানোর ক্ষেত্রে সরকারের কোনও আর্থিক সীমা নেই। ইউক্রেনে চলমান যুদ্ধাবস্থাকে এ সময় ট্র্যাজেডি হিসাবে চিহ্নিত করেন পুতিন।

তিনি বলেন, যা ঘটছে তা অবশ্যই একটি ট্র্যাজেডি। তবে এটি আমাদের নীতির ফলাফল নয়। এটি তৃতীয় দেশের নীতির ফল।

Pin It