প্রথমবারের মত আইপিএলে খেলতে আজ কেকেআরে যোগ দিয়েছেন লিটন

 

image-86070-1681047457

অবশেষে ক্যারিয়ারে প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে আজ কোলকাতা নাইট রাইডার্স কেকেআর) দলের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের ওপেনার লিটন দাস।

সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেদের অফিসিয়াল পেইজে লিটনের আগমনের বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে দেয়া অনাপত্তিপত্র (এনওসি) অনুসারে, আজ থেকে ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে পারবেন লিটন।

আজ আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিপক্ষে কেকেআরের হয়ে মাঠে নামতে পারবেন না লিটন। আগামী ১৪ এপ্রিল ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে কেকেআরের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন লিটন।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দলের যুক্তরাজ্য সফরের জন্য দলে যোগ দিতে পহেলা মে দেশে ফিরতে হবে লিটনকে।

ক্যারিয়ারের সেরা সময় পার করছেন লিটন। বিশ্ব ক্রিকেটে গত তিন বছর ধরে রানের দিক দিয়ে শীর্ষ তিনের মধ্যেই আছেন তিনি। তবে কেকেআর ব্যাটিং লাইন আপে সুযোগ পাওয়া তার জন্য বেশ কঠিন হবে।

১টি হাফ-সেঞ্চুরিসহ কেকেআরের হয়ে প্রথম দুই ম্যাচে ভালো ব্যাটিং করেছেন আফগানিস্তানের ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ।

একই সাথে সাকিব আল হাসানের জায়গায় দলে সুযোগ হয়েছে ইংল্যান্ডের ওপেনার জেসন রয়ের। খুব শীঘ্রই দলে যোগ দিবেন তিনি। তাই একাদশে সুযোগ পেতে কঠিন লড়াই করতে হবে লিটনকে।

পারিবারিক কারণে আইপিএল থেকে সরে দাঁড়ালেও ঘরোয়া ক্রিকেটে মোহামেডান স্পোটিং ক্লাবের হয়ে খেলছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

ইতোমধ্যে দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। তবে এখনও ম্যাচ খেলার সুযোগ পাননি ফিজ।

Pin It