উল্টো পথে গাড়ি, বাধা দেয়ায় পুলিশকে পেটালেন যুবলীগ নেতা!

image-667992-1682288429

বগুড়ার শিবগঞ্জে উল্টো পথে গাড়ি নিয়ে যাওয়ার সময় বাধা দেয়ায় হাইওয়ে পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে।

রংপুর-বগুড়া মহাসড়কে উপজেলার মোকামতলা বন্দরে রোববার এ ঘটনা ঘটে।

ওই যুবলীগ নেতার নাম মাহমুদুল হাসান আপেল। তিনি শিবগঞ্জের মোকামতলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

মারধরের বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, যুবলীগ নেতা আপেল মোকামতলা বন্দরে তার প্রাইভেট কার নিয়ে উল্টো পথে যাচ্ছিলেন। ওই সময় গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের সদস্য তৌহিদ তাকে বাধা দেন। এতে আপেল সরকার ও তার সঙ্গীরা পুলিশ সদস্য তৌহিদের জামার কলার টেনে ধরে মারধর করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তৌহিদকে নিরাপদে সরিয়ে নিয়ে যান।

এ বিষয়ে জানতে মোকামতলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আপেলের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ওসি আমিনুল বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন, তবে এখনও কাউকে আটক করা হয়নি।

Pin It