ঢাকার কোরবানির হাটে শেষ বেলায় উল্টো চিত্র

19-06-23-Cow_Hat_Postagola-3

বৃষ্টিতে ক্রেতা জমেনি হাটে; অনেক বিক্রেতা লোকসানে গরু বিক্রি করেছেন, কেউ ফিরিয়ে নিয়ে গেছেন।

ঢাকায় কোরবানির হাট বসার পর গরুর দাম বেশি বলে অসন্তোষ ছিল ক্রেতাদের; দাম-দরে না বনায় অনেকে না কিনে ফিরে আসছিলেন।

গত রোববার কোরবানির হাট বসার পর থেকে সেই চিত্রই দেখা যাচ্ছিল। বিক্রেতারা অপেক্ষায় ছিলেন, ঈদ যত ঘনিয়ে আসবে, তত বিক্রি বাড়বে।

ঢাকায় অধিকাংশ বাড়িতে গরু কিংবা ছাগল রাখার স্থান না থাকায় শেষ দিকেই কোরবানির পশু বিক্রি হয় বেশি। বিক্রেতারাও আশা করছিলেন, ঈদের আগের দিন কেনা-বেচা হবে জমজমাট।

কিন্তু তাদের সেই আশার গুঁড়ে বালি দিয়েছে বৃষ্টি; তাতে বদলে গেছে ঢাকার পশুর হাটের চিত্র, ক্রেতা সমাগম কমে যাওয়ায় গরু ব্যবসায়ীদের কপালে পড়েছে ভাঁজ ।

এক রাতের ব্যবধানে গরুর দাম ১ লাখ ৮০ হাজার টাকা থেকে নেমেছে এক লাখ ৩০ হাজারে। আর তিন লাখ টাকা দামের গরু নেমেছে আড়াই লাখ টাকায়।

<div class=”paragraphs”><p>দনিয়ার কর্দমাক্ত মাঠে বিরস বদনে বসে গরুর বেপারীরা</p></div>
দনিয়ার কর্দমাক্ত মাঠে বিরস বদনে বসে গরুর বেপারীরা
ঢাকার পূর্ব ও পশ্চিম প্রান্তের বড় দুই হাট দনিয়া ও গাবতলী দুই স্থানের চিত্রে কোনো ভিন্নতা ছিল না। দর না পেয়ে অনেক বেপারী হাট থেকে গরু ফিরিয়েও নিয়ে গেছেন।

যাত্রাবাড়ী পেরিয়ে মহাসড়কের পাশে কাজলা-দনিয়ার খালি জায়গায় অস্থায়ী হাটে বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত থেকে দেখা গেছে, বৃষ্টিতে জমে থাকা জল-কাদা এড়িয়ে ক্রেতারা তুলনামূলক শুকনা ও সড়কে থাকা গরুর দর কষাকষি করছেন।

বেপারীরা বলছেন, এখন মুনাফা তো দূরের কথা, খরচ ওঠানোর চেষ্টা করছেন তারা। অনেকেই লোকসান দিয়ে বেচছেন গরু।

বেলা ১১টায় ১০ হাজার টাকা লোকসান দিয়ে হাতে থাকা সর্বশেষ গরু বিক্রি করেছেন মৌসুমী ব্যবসায়ী রতন সরকার।

তিনি বলেন, “হাটে ক্রেতা নাই, বৃষ্টির কী হবে, তা জানি না। এখনও অনেক গরু হাটে আছে। তাই লোকসান যাতে আর বেশি না হয় ৯৫ হাজারে বিক্রি দিলাম।”

রতন জানান, মঙ্গলবার রাতেও এক লাখ ১০ হাজার টাকা দাম উঠেছিল তার এই গরুটির। লাভের আশায় তখন বিক্রি করেননি। বুধবার সকাল থেকে কেউ আর ৯০ হাজার টাকার বেশি দাম বলেনি।

‘পাবনাইয়া’ জাত হিসেবে পরিচিত বকনা গরু হাটে নিয়ে এসেছেন ফরিদপুর সদর উপজেলার চন্দ্রাপুরের আকমত হোসেন।

তিনি বলেন, “মঙ্গলবার রাতেও এক লাখ ৮০ হাজার টাকা দাম উঠেছিল গরুটির। আরও ১০ হাজার চাইছেলাম, বিক্রি হয়নি। আর আইজ সকালে ১ লাখ ৩০ হাজারের বেশি কেউ কয় না।”

ফরিদপুরের ভাঙ্গা থেকে ১৪টি গরু নিয়ে এসেছেন নুরু মিয়া। এর মধ্যে বিক্রি হয়নি ৫টি। আগেরগুলো লাভে বিক্রি করতে পারলেও এখন দুশ্চিন্তা বাকি গরুগুলো নিয়ে।

গত ৭-৮ বছরে ধরে দনিয়ার এ অস্থায়ী হাটে কোনো গরু অবিক্রিত থাকেনি বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। তবে এবার পরিস্থিতি বদলে যেতে দেখছেন।

ভালো দাম পেতে নেত্রকোণা থেকে পাঁচটি গরু নিয়ে বুধবার সকালে দনিয়ায় আসেন ব্যবসায়ী হারুন মিয়া। পৌঁছনোর পর দুশ্চিন্তা ভর করে বৃষ্টি দেখে। কালো রঙের ষাঁড়ের দাম ১ লাখ ১২ হাজার টাকা দাম বললেও বিক্রি করেননি হারুন। অপেক্ষায় আছেন কখন বৃষ্টি ঝরা বন্ধ হবে।

সরকারি হিসাবে গত বছর কোরবানির পশুর চাহিদা ছিল এক কোটি ২১ লাখ। এর বিপরীতে কোরবানির সময়ে পশু জবাই হয়েছে ৯৯ লাখ।

তবে এবার চাহিদার চেয়ে বেশি পশু থাকায় তা যে উদ্বৃত থাকতে পারে তা আগেই জানিয়েছিল প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর কোরবানির জন্য পশু প্রস্তুত আছে ১ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৩৩৩টি। এর মধ্যে ৪৮ লাখের বেশি হচ্ছে গরু এবং মহিষ।

অন্যদিকে চাহিদা রয়েছে ১ কোটি ৩ লাখ ৯৪ হাজার ৭৩৯টি। সবমিলিয়ে কোরবানির পশু উদ্বৃত্ত থাকবে ২১ লাখের বেশি বলেই ধরে নেওয়া হচ্ছে।

এবার ঈদের দিনসহ সর্বমোট পাঁচ দিনের জন্য ঢাকার উত্তর ও দক্ষিণ দুই সিটি কর্পোরেশনে হাট বসেছে ২১টি।

গাবতলী পশুর হাটটি স্থায়ী হলেও কোরবানির ঈদের সময় সেটা জমজমাট হয়ে ওঠে। বিভিন্ন স্থান থেকে গরুর বেপরীরা ভিড় জমান সেখানে।

গাবতলীর হাটে দুপুর থেকে বিকাল পর্যন্ত প্রচুর গরু দেখা গেলেও ক্রেতা তেমন দেখা যায়নি। সেখানে বিক্রেতাদের হতাশার খবরই শুধু শোনা যাচ্ছিল।

সিরাজগঞ্জ থেকে আসা শামীম ২০টি গরু নিয়ে হাটে এলেও মাত্র ৬টি বিক্রি করতে পারার কথা জানিয়ে বলেন, “বাজারে দাম পড়ে গেছে।”

বগুড়ার শেরপুরের বাবু মোট ১৪টা গরু নিয়ে এসেছিলেন, তার মধ্যে মাত্র চারটি বিক্রি করতে পেরেছেন।

তিনি বলেন, “বড় গরুর দাম নাই। ৮ লাখ টাকার গরুর দাম চাইছি, ক্রেতা বলছে ৪ লাখ টাকা। আমি সারা বছর একটা গরুর পেছনে যে খরচ করলাম সেই দামই উঠছে না। তাহলে কী করে বিক্রি করব? এখন ট্রাকে করে নিয়ে যাওয়া ছাড়া উপায় দেখছি না। পুরো লস।”

কুয়াকাটা থেকে ৭টা বড় সাইজের গরু এনে বিপাকে পড়েছেন আবু সাদেক। তিনি বলেন, “স্যার এত দূর থেকে গরু আনছি একটু লাভের আশায়। ৭টার মধ্যে একটা গরুও বিক্রি করতে পারিনি।”

পাবনা থেকে ১০টি গরু নিয়ে আসা সোলায়মান জানান, বিকালে একটি গরু বিক্রি করেছেন আগের দিনের চেয়ে কম দামে।

“আমার লস হয়েছে। কিছু করাও নেই,” বলেন তিনি।

দাম উঠছে না দেখে অনেক বিক্রেতা গাবতলী হাট থেকে গরু ফিরিয়ে নেওয়ার তোড়জোড়ও করছিলেন।

বিকাল সাড়ে ৪টায় সিরাজগঞ্জের জহির বলেন, “স্যার কাস্টমার নাই, গরু বিক্রি করতে না পেরে বাড়ি নিয়ে যাচ্ছি। কী করমু? যে গরু ১ লাখ ৬০ হাজার, সেই গরুর দাম কয় ৯০ হাজার। আমাগো জীবন শেষ।”

মানিকগঞ্জের দেলোয়ার বলেন, “গরুর দাম উঠছিল ১ লাখ ৪০ হাজার । এখন বলে ৮০ হাজার। কেমনে কী করমু। এখন বাড়ি নিয়ে যামু।”

গাবতলী গরুর হাটের ইজারাদারের প্রতিনিধি আবুল হাশেম বলেন, “বড় গরু বিক্রির ক্রেতা একেবারেই কম। গত দুইদিনে ৬০/৭০টা গরু বেপারীরা ফেরত নিয়েছে।

“মাঝারি ও ছোট গরুর মফস্বলের ক্রেতারাও এখন টোকেনের (ছাড়পত্র) জন্য ভিড় করছে। তারা চলে যেতে চায়। তবে আমরা বলেছি, রাত ১২টার পরে স্লিপ দিয়ে দেব।”

Pin It