হাত বা পায়ের রগ কেটে যাওয়ায় শত রোগীর অপারেশন করা হয়েছে নিটোরে।
কোরবানি ঈদে ঢাকায় পশু জবাই ও মাংস কাটতে গিয়ে আহত হয়ে কেবল দুই হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন তিন শতাধিক ব্যক্তি। এর মধ্যে শতাধিক ব্যক্তির রগ কেটে যাওয়ায় অস্ত্রোপচার করতে হয়েছে।
বৃহস্পতিবার রাতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে এই তথ্য জানা গেছে।
আহত তিন শতাধিক ব্যক্তির মধ্যে কেবল নিটোরেই প্রায় আড়াইশ মানুষ চিকিৎসা নিয়েছেন। সেখানে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন ডা. অমিত সরকার।
তিনি বলেন, “বিভিন্ন বয়সের প্রায় একশ রোগীর অপারেশন করতে হয়েছে হাত বা পায়ের রগ কেটে যাওয়ায়। তাদের সবাই কোরবানির পশু জবাই এবং মাংস কাটতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন।”
এর বাইরে দেড় শতাধিক ‘কাটাছেঁড়া’ রোগী বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন বলে জানান ডা. অমিত।
আর ঢাকা মেডিকেলের আবাসিক সার্জন আলাউদ্দিন জানান, সকাল থেকে রাত পর্যন্ত তাদের হাসপাতালে ৭৫ জনের মতো রোগী এসেছিলেন, যারা কোরবানির পশু জবাই কিংবা মাংস কাটতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন।
এদের কয়েকজনের অস্ত্রোপচার করতে হয়েছে বলে জানান তিনি।
এই দুই চিকিৎসকই জানিয়েছেন, চিকিৎসা নেওয়া কারও অবস্থাই আশঙ্কাজনক না হওয়ায় সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ দুই হাসপাতাল ছাড়াও সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে ঈদের দিনে এ ধরনের জখম হওয়া রোগী চিকিৎসায় নিয়ে থাকতে পারেন বলে তারা ধারণা করছেন।