বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ৪৪৮ বিদেশি ক্রিকেটারের নাম

image-720969-1695395669

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে রোববার। এবারের প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছেন ৪৪৮ জন বিদেশি ক্রিকেটার। তালিকায় আছেন কলিন ডি গ্রান্ডহোম, শাহনেওয়াজ দাহানি, দাসুন শানাকা, হায়দার আলিদের মতো তারকা ক্রিকেটাররা।

বিদেশি ক্রিকেটারদেরকে মোট পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্যাটাগরি এ-তে আছেন মোট ১৮ জন ক্রিকেটার। এ তালিকায় শ্রীলঙ্কান ক্রিকেটারদের সংখ্যা বেশি। ক্যাটাগরি বি-তে আছেন ১৬ জন ক্রিকেটার। সি-ক্যাটাগরিতে আছেন ৬০ জন। ক্যাটাগরি ডি ও ই-তে জায়গা হয়েছে যথাক্রমে ৯৭ জন ও ২৫৫ জন ক্রিকেটারের।

একনজরে বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের বিদেশি ক্রিকেটাররা-

ক্যাটাগরি-এ : কলিন ডি গ্রান্ডহোম (নিউজিল্যান্ড), এডাম লিথ (ইংল্যান্ড), শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), ইজহারুল হক নাভিদ (আফগানিস্তান), শান মাসুদ (পাকিস্তান), জেমি ওভারটন (ইংল্যান্ড), অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলঙ্কা), দাসুন শানাকা (শ্রীলঙ্কা), কুশাল মেন্ডিস (শ্রীলঙ্কা), দিলশান মাদুশান (শ্রীলঙ্কা), লাহিরু কুমারা (শ্রীলঙ্কা), পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা), অভিষ্কা ফার্নান্দো (শ্রীলঙ্কা), চারিথ আসালঙ্কা (শ্রীলঙ্কা), চামিকা করুনারত্নে (শ্রীলঙ্কা), হায়দার আলি (পাকিস্তান)।

ক্যাটাগরি-বি : রাহকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ) , ম্যাথু পটস (ইংল্যান্ড), ওয়াকার সালামখিল (আফগানিস্তান), হযরতউল্লাহ জাজাই (আফগানিস্তান), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), সামিত প্যাটেল (ইংল্যান্ড), অ্যাডাম রসিংটন (ইংল্যান্ড), জর্ডান ক্লার্ক (ইংল্যান্ড), ইসুরু উদানা (শ্রীলঙ্কা), আহমেদ শেহজাদ (পাকিস্তান), উসামা মীর (পাকিস্তান), মোহাম্মদ হাফিজ (পাকিস্তান), নিরোশান ডিকভেলা (শ্রীলঙ্কা), লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ), ইয়াসির শাহ (পাকিস্তান), সৌদ শাকিল (পাকিস্তান)।

ক্যাটাগরি-সি: স্কট এডওয়ার্ডস (নেদারল্যান্ডস), স্মিত প্যাটেল (যুক্তরাষ্ট্র), জর্জ ডকরেল (আয়ারল্যান্ড), স্যাম অ্যালেকজান্ডার (ইংল্যান্ড), ডমিনিক বেস (ইংল্যান্ড), ড্যানিয়েল জেমস (ইংল্যান্ড), বেঞ্জামিন জর্জ গ্রীন (ইংল্যান্ড), রেইমন রেইফার (ওয়েস্ট ইন্ডিজ), চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ), ফ্যাবিয়ান অ্যালেন (ওয়েস্ট ইন্ডিজ), ফাওয়াদ আহমেদ (অস্ট্রেলিয়া), এনক্রুমাহ বনার (ওয়েস্ট ইন্ডিজ), রস্টন চেইজ (ওয়েস্ট ইন্ডিজ), লুথো সিপাম্লা (দক্ষিণ আফ্রিকা), ডুয়াইন ওলিভার (দক্ষিণ আফ্রিকা), অ্যান্ডুর টার্নার (ইংল্যান্ড), হারদুস ভিলজয়েন (দক্ষিণ আফ্রিকা), পল ওয়াল্টার (ইংল্যান্ড), জো ডেনলি (ইংল্যান্ড), অ্যাডাম হোজ (ইংল্যান্ড), উসমান শিনওয়ারি (পাকিস্তান), শারজিল খান (পাকিস্তান), লুক ওয়েলস (ইংল্যান্ড), মাইকেল রিপ্পন (নিউজিল্যান্ড), জ্যাক লিনিং (ইংল্যান্ড), স্টেফেন ইসকিনাজি (ইংল্যান্ড), নিক হবস (অস্ট্রেলিয়া), জ্যাকব বল (ইংল্যান্ড), শেন উইলিয়ামস (জিম্বাবুয়ে), শাহনেওয়াজ দাহানি (পাকিস্তান), দীনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা), কামরান আকমল (পাকিস্তান), রস হোয়াইটলি (ইংল্যান্ড), জ্যাকস স্নিম্যান (দক্ষিণ আফ্রিকা), দানুশকা গুনাথিলাকা (শ্রীলঙ্কা), জ্যাক লিনটট (ইংল্যান্ড), ওয়াফাদার মোমান্দ (আফগানিস্তান), দৌলত জাদরান (আফগানিস্তান), মুহাম্মদ ওয়াসিম (আমিরাত), বিনুরা ফার্নান্দ (শ্রীলঙ্কা), কাসুন রাজিথা (শ্রীলঙ্কা), চতুরাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), আসেন বান্দারা (শ্রীলঙ্কা), আরশাদ ইকবাল (পাকিস্তান), গ্রান্ট স্টেওয়ার্ট (ইংল্যান্ড), জেমস ফুলার (ইংল্যান্ড), সাদিরা সামারাবিরা (শ্রীলঙ্কা), আসিথ মাদুশাঙ্কা (শ্রীলঙ্কা), দুনিথ ভেল্লালাগে (শ্রীলঙ্কা), হারিস সোহেল (পাকিস্তান), মোহাম্মদ ইমরান (পাকিস্তান), আব্দুল্লাহ শফিক (পাকিস্তান), জন সিম্পসন (ইংল্যান্ড), উমাইদ আসিফ (পাকিস্তান), আমির ইয়ামিন (পাকিস্তান), আম্মাদ বাট (পাকিস্তান), সালিম গুল (পাকিস্তান), আকিব জাভেদ (পাকিস্তান), আহমেদ দানিয়াল (পাকিস্তান), শোয়াইব মাকসুদ (পাকিস্তান)।

ক্যাটাগরি-ডি: এই ক্যাটাগরির উল্লেখযোগ্য কয়েকজন ক্রিকেটার হলেন- ইমাম উল হক (পাকিস্তান), রবিন দাস (ইংল্যান্ড), কার্লোস ব্রাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) , কেন্নার লুইস (ওয়েস্ট ইন্ডিজ), হেইডেন ওয়ালশ (ওয়েস্ট ইন্ডিজ), শেলডন কটরেল (ওয়েস্ট ইন্ডিজ), ক্যামেরন ডেলপোর্ট (ইংল্যান্ড), উসমান গনি (আফগানিস্তান), সালমান ইরশাদ (পাকিস্তান), সালমান আলি আগা (পাকিস্তান), লরকান টাকার (আয়ারল্যান্ড), ম্যাট পার্কিংসন (আয়ারল্যান্ড), ইহসান আদিল (পাকিস্তান), বেন কাটিং (অস্ট্রেলিয়া), প্রবাথ জয়সুরিয়া (শ্রীলঙ্কা), অ্যান্ড্রু বালবির্নি (আয়ারল্যান্ড), কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড), ম্যাক্স ও’ডাউড (নেদারল্যান্ডস), মার্ক ওয়াট (স্কটল্যান্ড), মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), হাম্মাদ আজম (যুক্তরাষ্ট্র), উমর আকমল (পাকিস্তান), রুম্মান রইস (পাকিস্তান), জাহিদ মেহমুদ (পাকিস্তান), শ্যানন গ্যাব্রিয়েল (ওয়েস্ট ইন্ডিজ)।

ক্যাটাগরি-ই: এই ক্যাটাগরির উল্লেখযোগ্য কয়েকজন ক্রিকেটার হলেন- জশুয়া ডি সিলভা (ওয়েস্ট ইন্ডিজ), হ্যারি টেক্টর (আয়ারল্যান্ড), উন্মুক্ত চাঁদ (যুক্তরাষ্ট্র), ক্রেইগ আরভিন (জিম্বাবুয়ে), জাফর গওহার (পাকিস্তান), সালিম শফি (আফগানিস্তান), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), শরাফউদ্দিন আশরাফ (আফগানিস্তান), ব্রেন্ডন ম্যাকমুলেন, সোহেল তানভির (পাকিস্তান), মিনোদ ভানুকা (শ্রীলঙ্কা), রোহাইল নাজির (পাকিস্তান), সরফরাজ আহমেদ (পাকিস্তান), রমেস মেন্ডিস (শ্রীলঙ্কা), শাহান আরাচিগে (শ্রীলঙ্কা)।

Pin It