গাজায় ৮৯ জন ইউএনআরডব্লিউএ’র কর্মী নিহত

image-113551-1699431718

গত ৭ অক্টোবরের পর থেকে গাজা উপত্যকায় জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ’র অন্তত ৮৯ জন কর্মী নিহত হয়েছে। সংস্থাটি এ কথা জানিয়েছে।

জাতিসংঘ মিশনটি এক্স সোশ্যাল নেটওয়ার্কে বলেছে, ‘এক মাসে গাজা উপত্যকায় ৮৯ ইউএনআরডব্লিউএ’র সহকর্মী নিহত হয়েছে এবং কমপক্ষে ২৬ জন আহত হয়েছে।’ ‘আমাদের ব্যাপকহারে সহকর্মীদের হারিয়েছি। এদেরকে ভুলে যাবো না।’

৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরায়েলে হামাসের হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল গাজায় ব্যাপক বিমান ও কামানের গোলা নিক্ষেপ অব্যাহত রাখে।

হামাস তাদের হামলাকে জেরুজালেমের টেম্পল মাউন্টে আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে বিবেচনা করে।

প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজা উপত্যকা সম্পূর্ণ অবরোধ ঘোষণা করে এবং ভয়াবহ স্থল অভিযান শুরু করে।

Pin It