ঢাকা থেকে কক্সবাজার রুটে ট্রেনের প্রথম হুইসেল বাজল। অবসান ঘটল দীর্ঘ অপেক্ষার। শুক্রবার (১ ডিসেম্বর) রাত ১১টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে কক্সবাজারের আইকনিক রেল স্টেশনের উদ্দেশে এক হাজার ১০ যাত্রী নিয়ে ছেড়ে যায় ‘কক্সবাজার এক্সপ্রেস’। এরই সঙ্গে ঢাকা থেকে ৪৮০ কিলোমিটার দৈর্ঘ্যের ঢাকা-কক্সবাজার রেলপথে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ট্রেনের যাত্রা।
ট্রেনটি সকাল ৭টা ২০মিনিট নাগাদ কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে। যাত্রাপথে ট্রেনটির মোট সময় লাগবে ৮ ঘণ্টা ৫০ মিনিট।
এদিকে প্রথম ট্রেনের টিকিট পেয়ে উচ্ছ্বসিত যাত্রীরা। কক্সবাজারের টিকিট করা যাত্রীরা জানান, ঢাকা থেকে কক্সবাজার- প্রথম এই যাত্রা ইতিহাস হয়ে থাকবে। তাই আগে থেকে টিকিট বুকিং করে রেখছি। আজ সেই স্বপ্ন পূরণ হচ্ছে।