অমিতাভের কাছে খুচরো চেয়েছিলেন শিল্পপতি রতন টাটা

amitabh-ratan-tata-011124-01-1730450900

অমিতাভ বলেন, “খুচরো ছিল না তো কি হয়েছে, সহযাত্রীর কাছে টাটাজির কিছু টাকা চাইতে কোনো সমস্যা হয়নি।“

পারিবারিক ব্যবসাকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিষ্ঠিত করা ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি প্রয়াত রতন টাটা যাপিত জীবনে কতটা সাধারণ ছিলেন তার একটি উদাহরণ তুলে ধরেছেন বলিউডি মহাতারকা অমিতাভ বচ্চন।

এনডিটিভি লিখেছে কৌন বনেগা ক্রোড় পতিতে রতন টাটার সঙ্গে এক যাত্রাপথের অভিজ্ঞতা তুলে ধরেছেন বিগ বি।

অমিতাভ বলেছেন, একবার দুজনে একসঙ্গে একই বিমানে চড়ে লন্ডন যাচ্ছিলেন। হিথরো বিমানবন্দরে পৌঁছানোর পর নিজের সহকারীকে খুঁজে পাচ্ছিলেন না রতন টাটা।

“তখনই তিনি কাউকে ফোন করার জন্য আমার কাছে কিছু খুচরো টাকা ধার চান। আমি ভাবতেই পারিনি উনি এটা বলবেন। আসলে ওনার মত মানুষ সচারচর হয় না। খুচরো ছিল না তো কি হয়েছে, সহযাত্রীর কাছে টাটাজির কিছু টাকা চাইতে কোনো সমস্যা হয়নি।“

গত ৯ অক্টোবর মুম্বাইয়ের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রতন টাটা মারা যান, তার বয়স হয়েছিল ৮৬ বছর।

রতন টাটা ১৯৯১ সালে টাটা শিল্প গোষ্ঠীর দায়িত্ব নেন। তিনি কোরাস ও জাগুয়ার ল্যান্ড রোভারের মতো আন্তর্জাতিক সংস্থাগুলি একীভূত করে অধিগ্রহণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ইস্পাত থেকে তথ্য প্রযুক্তি খাত পর্যন্ত বহু ক্ষেত্রে টাটা গোষ্ঠীর প্রভাব বিস্তারে নেতৃত্ব দিয়েছিলেন।

তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক খেতাব পদ্ম বিভূষণ পেয়েছেন। রতন টাটা ২০১২ সালে অবসর নিলেও শিল্প গোষ্ঠীটিকে পরামর্শ দেওয়া চালিয়ে যাওয়ার পাশাপাশি সমাজসেবায়ও সক্রিয় ছিলেন।

Pin It