আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

8-(24)-674d601e2e9f9-674d8bff315fd

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টানা জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

সিরিজের প্রথম ম্যাচে ২৫২ রানের রেকর্ড গড়ে আইরিশদের ৯৮ রানে গুঁড়িয়ে দিয়ে ১৫৪ রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে ১৯৩ রান করেও ৫ উইকেটে হেরে যায় সফরকারীরা। সোমবার ৫০ ওভারে ১৮৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। টার্গেট তাড়ায় ৭৫ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ।

সোমবার নিয়ন্ত্রিত বোলিংয়ে আইরিশদের ১৮৫ রানে বেঁধে ৭ উইকেটের দাপুটে জয় পায় বালাদেশের মেয়েরা।

এদিন শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানে প্রথম উইকেট পড়লেও পরের উইকেটের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে লম্বা সময়। ৫৭ রানে আগের দিন ফিফটি করা অ্যামি হান্টার ফিরলে খানিকটা স্বস্তি ফিরে বাংলাদেশ দলে। এরপর ফের ভয়ংকর হতে থাকে আইরিশরা। ফিফটি তুলে নেন অধিনায়ক গ্রেভি লুইস।

এরপর তাকে ফেরান ফাহিমা খাতুন। ৭৯ বলে ৫২ রান করে ফেরেন তিনি। ৯৭ রানে তৃতীয় উইকেট হারায় সফরকারীরা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ইনিংসের শেষ বলে ১৮৫ রানে অলআউট হয় আইরিশরা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ফাহিমা খাতুন। দুটি করে উইকেট নিয়েছেন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার।

টার্গেট তাড়া করতে নেমে ৭৫ বল হাতে রেখেই ৭ উইকেটে দাপুটে জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। দলের জয়ে ৮৮ বলে ৭২ রান করেন শারমিন আক্তার। ৯৯ বলে ৬২ রান করেন ওপেনার ফারজানা হক পিংকি।

এক ম্যাচেই শারমিনের ৩টি রেকর্ড

 আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ৩টি রেকর্ড গড়েছেন শারমিন আক্তার। বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই তারকা ব্যাটসম্যান সিরিজের প্রথম ম্যাচে খেলেন ৮৯ বলে ৯৬ রানের ইনিংস। সেই ম্যাচেই ৩টি রেকর্ড গড়েন তিনি।

শারমিন ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পথে ৪১ বলে পঞ্চাশ পূর্ণ করে রেকর্ড গড়েন। বাংলাদেশ নারী দলের হয়ে এটিই দ্রুততম ফিফটি। এতদিন এই রেকর্ডটি ছিল রুমানা আহমেদের দখলে। তিনি ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে ৪৪ বলে ফিফটি করে রেকর্ড গড়েছিলেন।

শারমিন ৮৯ বলে ৯৬ রানের ইনিংস খেলার পথে হাঁকান ১৪টি বাউন্ডারি। ইনিংসে সর্বোচ্চ ১৪টি চার হাঁকিয়ে নতুন রেকর্ড গড়েন তিনি। এর আগে মুর্শিদা খাতুন ইনিংসে সর্বোচ্চ ১২টি চার মেরেছিলেন।

সিরিজের প্রথম ম্যাচে ৯৬ রান করার পথে আরও একটি রেকর্ড গড়েন শারমিন আক্তার। তিনি সেই ম্যাচে ১৪টি বাউন্ডারি হাঁকিয়ে ৫৬ রান করেন। দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে এক ইনিংসে বাউন্ডারির সাহায্যে এটাই সর্বোচ্চ রান সংগ্রহের নজির।

এর আগে গত বছরের ডিসেম্বরে মুর্শিদা খাতুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০০ বলে খেলেন ৯১ রানের ইনিংস। তিনি সেই ইনিংসে বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৪৮ রান করেছিলেন। এক বছর পর তার সেই রেকর্ড ভেঙে দেন সতীর্থ শারমিন আক্তার।

২৭ নভেম্বর মিরপুরে দুর্দান্ত ব্যাটিংয়ের পরও ৪ রানের জন্য সেঞ্চুরি মিস করেন শারমিন আক্তার। তার ৯৬ রানের ইনিংসে ভর করে সেদিন বাংলাদেশ রেকর্ড সর্বোচ্চ ২৫২ রান করে।

Pin It