পাকিস্তানে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা কাটাতে দেশটির সরকার এবং ইমরান খানের দল পিটিআইয়ের মধ্যে আলোচনার পথ আরও খানিকটা এগিয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ রোববার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ হিসেবে একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করেছেন। যে কমিটিতে থাকা ক্ষমতাসীন জোট সরকারের শরীক দলের সিনিয়র সদস্যরা পিটিআইয়ের সঙ্গে আলোচনা শুরু করবেন।
পিটিআই এর আগে সরকারের বিরুদ্ধে গণ-অসহযোগ আন্দোলনের হুমকি দিয়েছিল। মূলত সেই প্রেক্ষিতেই রাজনৈতিক অস্থিরতা কাটাতে আলোচনার উদ্যোগ নিয়েছে সরকার।
এই প্রেক্ষিতে পিটিআইও তাদের পক্ষ থেকে একটি আলোচনা কমিটি গঠন করেছে। আর এর মাধ্যমে তারা উপলব্ধি করেছে যে, সংঘর্ষের নীতি অব্যাহত রাখা সম্ভব নয়।
জানা গেছে, ক্ষমতাসীন জোটের কমিটিতে ডেপুটি প্রধানমন্ত্রী ইশকাক দার, রানা সানাউল্লাহ, সিনেটর ইরফান সিদ্দিকি, রাজা পেরভেজ আশরাফ, নাবিদ কামর, ড. খালিদ মাকবুল সিদ্দিকি, আবদুল আলীম খান এবং চৌধুরী সালিক হুসেইন অন্তর্ভুক্ত রয়েছেন।
প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও জাতীয় সংসদের স্পিকার আয়াজ সাদিকের সুপারিশে এই কমিটি গঠিত হয়েছে।
এদিন স্পিকার আয়াজ সাদিকের প্রচেষ্টার প্রশংসা করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, আলোচনার সময় জাতীয় নিরাপত্তা ও স্বার্থের প্রতি প্রাধান্য দেওয়া হবে।
শাহবাজ শরীফ বলেন, ‘আমাদের অস্তিত্ব মূলত পাকিস্তানের অস্তিত্বের ওপর নির্ভরশীল’।
এর আগে শনিবার স্পিকার আয়াজ সাদিক নিশ্চিত করেন যে, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন এবং আলোচনার জন্য কমিটি গঠনের অনুরোধ করেছেন। সরকারের প্রতি পিটিআইয়ের আস্থা সংকটের কারণেই মূলত এই আলোচনা শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে, পিটিআই নেতা গোহর খান শনিবার আদালতে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান, ‘আলোচনা হবে। কারণ এটিই একমাত্র সমাধান। অন্যাথায় গণ-অসহযোগ আন্দোলন শুরু হবে’।
তবে শাহবাজ শরীফের সরকার বলেছে, গণ-অসহযোগ আন্দোলনের হুমকির মধ্যে আলোচনা এগোবে না। সূত্র: জিও নিউজ