রাত পোহালেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল আইসিসির কাছে জমা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দল এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে। সে দলে কারা থাকছে, সে ব্যাপারেও কিছুটা ধারণা করাই যায়। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বড় কোনো চমক থাকার সম্ভাবনা নেই বললেই চলে।
নিয়মিত মুখদের রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল সাজাতে পারেন নির্বাচকরা। চমক হতে পারত তামিম ইকবাল বা সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি। তবে তামিম এরই মধ্যে অবসর নিয়েছেন, আর সাকিব দ্বিতীয়বার পরীক্ষা দিয়েও নিজের বোলিং অ্যাকশনকে ‘বৈধ’ প্রমাণ করতে পারেননি।
এর ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিবের থাকার সম্ভাবনা নেই বলেই ইঙ্গিত মিলেছে। তবে যদি সাকিব বোলিং অ্যাকশন শোধরাতে পারেন, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাকে অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে। এছাড়া যদি সাকিবকে শুধুই ব্যাটার হিসেবে খেলাতে চান নির্বাচকরা, সেক্ষেত্রেও ভাগ্য চমকাতে পারে সাকিবের।
এদিকে আগামীকাল আইসিসির কাছে ১৫ সদস্যের স্কোয়াড জমা দিলেও এই দল আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তনের সুযোগ থাকবে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ইনিংস শুরুর দায়িত্ব বর্তাবে তানজিদ হাসান এবং লিটন দাসের কাঁধে। সৌম্য সরকার চোট থেকে সেরে উঠলে দলে ফিরতে পারেন। দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি টপ অর্ডারে ব্যাট করবেন নাজমুল হোসেন শান্ত।
এছাড়া অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজদের দলে থাকা নিয়ে আপাতত কোন শঙ্কা নেই। একইভাবে তাওহীদ হৃদয়, রিশাদ হোসেনের দলে থাকাটাও প্রায় নিশ্চিত।
চ্যাম্পিয়ন্স ট্রফির মূল ভেন্যু পাকিস্তানের কন্ডিশন বিবেচনায় চার পেসারকে রাখতে পারেন স্কোয়াডে নির্বাচকরা। সেক্ষেত্রে হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম বাদ পড়তে পারেন। চ্যাম্পিয়ন্স ট্রফির বিমানে চড়ার টিকিট পেতে পারেন তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তাসকিন আহমেদ।
আর সাকিব আল হাসানের না থাকায় বাঁহাতি স্পিনারের অভাব পুষিয়ে দিতে দলে জায়গা হতে পারে নাসুম আহমেদের।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড
তানজিদ হাসান, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জাকের আলি অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তাসকিন আহমেদ।