বাফুফের সভাপতি তাবিথ আউয়াল রাজনৈতিক কাজে লন্ডনে অবস্থান করছেন, বাফুফের সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ ঢাকায় ফেরার পথে লন্ডনে গেছেন। তাবিথ ও সবুজ, দুজনেই লন্ডন থেকে লেস্টারে গিয়েছিলেন। লেস্টার সিটির হোম গ্র্যাউন্ডে। লেস্টার সিটির খেলা ছিল ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে, ২-০-তে হেরেছে হামজার দল। হামজা চৌধুরী এ ম্যাচ খেলেননি। শেষ তিন ম্যাচ খেলেননি হামজা।
পরশু রাতে কিং পাওয়ার স্টেডিয়ামের হামজার অতিথি হিসেবে হসপিটালিটি ফ্যামিলি লাউঞ্জে বসে তাবিথ ও সবুজ ফুটবল ম্যাচ উপভোগ করেন, একই সঙ্গে ছিলেন হামজার বাবা ও মা। রাত সাড়ে ৯টায় খেলা শেষ করে সাড়ে ১০টায় তাবিথদের সঙ্গে দেখা হয় স্টেডিয়ামেই। ইংলিশ লিগের ফুটবলার বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে খেলতে মুখিয়ে আছেন।
বাফুফের সভাপতি তাবিথ আউয়াল এবং সদস্য ইমতিয়াজ হামিদ সবুজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে হামজা বাংলাদেশ নিয়ে অনেক কথা জানিয়েছেন। রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছে তাবিথ-সবুজের। হামজা বাংলাদেশে খেলতে এলে সিলেটে যাবেন। সিলেটে তার মায়ের বাড়ি। এক রাত হলেও সেখানে তিনি থাকতে চান। লন্ডন থেকে সবুজ জানিয়েছেন, হামজা বাংলাদেশে এসে দেশের বাড়িতে এক দিন থাকার কথা বলেছেন।
বাংলাদেশের ফুটবল অনুশীলনে নামার আগে বাংলাদেশের ফুটবল ক্যাম্পে গিয়ে সবার সঙ্গে পরিচিত হওয়ার কথা জানিয়েছেন হামজা। সবুজ বলেন, ‘হামজা মনে করেন তিনি একজন নতুন ফুটবলার। আগে আমাদের দেশের কারো সঙ্গে খেলেননি। এখানে একটা জড়তা কাজ করবে। অনুশীলনে নামার আগে যদি সবার সঙ্গে পরিচিত হওয়া যায়, তাহলে অনুশীলনে নেমে ফুরফুরে মেজাজে খেলা যাবে। হঠাৎ করে মাঠে নেমে গেলে সবার সঙ্গে দূরত্বটা কমিয়ে আনতে সময় লেগে যায়।
হামজাই নাকি এ সব কথা বলেছেন খাবার টেবিলে। হামজার সঙ্গে ডিনার করেছেন বাফুফের সভাপতি তাবিথ। অনেকের ধারণা ছিল হামজা এসে একটু সময় দিয়েই চলে যাবেন। কিন্তু হয়েছে তার উলটো।’ সবুজ জানিয়েছেন প্রায় দুই-আড়াই ঘণ্টা বসে কথা বলেছেন হামজা।
ইংলিশ লিগের ফুটবলার। জন্ম ইংল্যান্ড। কিন্তু তার মুখে বাংলা শুনে কিছুটা অবাকই হয়েছেন তাবিথ এবং সবুজ। কোনো কথা ইংরেজিতে বললে হামজা বাংলায় জবাব দিয়েছেন। কথা বলার সময় হামজার বাবা-মা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। তারাও তাদের পরিকল্পনার কথা জানিয়েছেন। হামজা বাংলা খুব ভালো বলেন। সব কথা বাংলাতে বলার চেষ্টা করেছেন। বাংলাদেশের ফুটবলার নিয়ে, দেশে নিয়ে তার পরিবার, বাবা-মা সবাই আলোচনায় এসেছে। বাংলার সংস্কৃতি নিয়েও তার আগ্রহ বেশ। অনেক কিছুই জানা আছে; যা তাবিথ ও সবুজকে বিস্মিত করেছে।
হামজা যতক্ষণ ছিলেন, প্রত্যেকটা মুহূর্ত হাসিমুখে কথা বলেছেন। হামজা ও তার বাবা-মা বিদায় নিলে লেস্টার শহর থেকে ফিরতে পথে ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা লেগে যায়, রাত সাড়ে ৩টায় ঘরে ফেরেন। ২৫ মার্চ এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। শিলংয়ে হওয়ার কথা থাকলেও সেটি নিশ্চিত না। ম্যাচ নিয়ে কথা হয়েছে। কবে আসবেন হামজা, সেটি নির্ভর করছে দলবদলের ওপর। সবুজ জানিয়েছেন হামজা নতুন দলে যোগ দিতে পারেন। নতুন দলে যোগ দেওয়ার পর সিডিউল তৈরি হবে।