ওজন কমানোর রহস্য জানালেন ইলন মাস্ক

elon-musk-678e61fe5df47

ধনকুবের ইলন মাস্ক। সম্পদ কিংবা তার নিত্যনতুন আবিষ্কার নিয়ে হরহামেশা-ই খবরের শিরোনাম হন। ফের যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছের এই বন্ধু শিরোনামে। তবে এবার সম্পদ বা কোন আবিষ্কার নয়, বরং ওজন কমিয়ে আলোচনায় এসেছেন তিনি।

এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম পিংকভিলা জানিয়েছে, টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ক ওজন কমানোর সংগ্রামের গল্প নিয়ে হাজির হয়েছেন। কীভাবে তিনি ওজন কমিয়েছেন তা সোশ্যাল প্ল্যাটফর্মে জানিয়েছেন এই শীর্ষ ধনকুবের।

হুট করেই ওজন কমিয়ে হাজির হয়ে সবাইকে বিমোহিত করেছেন ইলন। তার অনুসারীরাও এতে হতবাক। ওজন কমানো নিয়ে নিজের অনুসারীদের পরামর্শ দিয়েছেন এই ধনকুবের।

ইলন মাস্ক জানান, ওজেমপিকের (ওজন কমানোর ওষুধ) পরিবর্তে মৌনজারো নামের একটি ইনজেকশন নিয়েছেন তিনি। আর এতেই তার ওজন আগের তুলনায় কমেছে। তবে, ইনজেকশনটি নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শের কথাও বলেছেন এই ধনকুবের।

নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) স্যান্টা ক্লসের পোশাক পরিধান করে একটি ছবি পোস্ট করেছেন ইলন মাস্ক। সেই ছবির ক্যাপশনে তিনি লেনে, ‘ওজেমপিক সান্টা। ওজেমপিকের চেয়ে মৌনজারো আমার দেহে বেশি কার্যকর। ওজনপিক আমাকে মোটা করে তুলেছিল।’

Pin It