টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তির ম্যাচটি হবে গোলাপি বলে

ct25-67ced4ae58538-67d001e46ddfc

শতবর্ষ পূর্তিতে ভিন্ন আয়োজন হয়েছিল। দেড়শ বছর পূর্তিকেও আলাদা করে রাখার পরিকল্পনা। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, টেস্ট ক্রিকেটের পথচলার শুরুর ভেন্যুতেই বসবে ১৫০ বছর পূর্তির ম্যাচ। খেলাটি হবে ডে-নাইট। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড লড়াই চলবে গোলাপি বলে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১৮৭৭ সালে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিল দুই প্রতিদ্বন্দ্বী। ঐতিহাসিক সেই ভেন্যুতে ২০২৭ সালের মার্চেই হবে মাইলফলকের সাদা পোশাকের লড়াই।

টেস্টের একশ বছর পূর্তিতেও বিশেষ টেস্টের আয়োজন হয়েছিল ১৯৭৭ সালে। মেলবোর্নের সেই টেস্টে অস্ট্রেলিয়া জেতে ৪৫ রানে! টাইমলেস টেস্টের সেই সময় ১৮৭৭ সালেও অস্ট্রেলিয়া ৪৫ রানে জিতেছিল।

বিশেষ টেস্টটি মাঠে গড়াবে ১১ থেকে ১৫ মার্চ। যার মধ্য দিয়ে মেলবোর্নের ১ লাখ দর্শক ধারণক্ষমতাসম্পন্ন ভেন্যুটিতে এবারই প্রথম দিবা-রাত্রির টেস্ট হতে যাচ্ছে। খেলা হবে গোলাপি বলে। ২ বছর আগেই সব কিছু আয়োজন করে রাখছে মেলবোর্ন।

Pin It