শেষ ওভারে নাটক জমিয়ে বাংলাদেশের দারুণ জয়

bangladesh-saif-hridoy-210925-01-1758393353

মুস্তাফিজ ও শেখ মেহেদির দুর্দান্ত বোলিংয়ের পর সাইফ হাসান ও তাওহিদ হৃদয়ের দারুণ দুটি ফিফটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোর অভিযান শুরু করল বাংলাদেশ।

শেষ ওভারের প্রথম বলটি যখন পুল করে বাউন্ডারিতে পাঠালেন জাকের আলি, উল্লাসে মেতে উঠলেন গ্যালারির বাংলাদেশ সমর্থকেরা। ডাগ আউটে থাকা ক্রিকেটাররাও লাফিয়ে উঠলেন খুশিতে। ম্যাচ তখন কার্যত শেষ, দুই দলের স্কোর সমান। কিন্তু শেষ হয়েও যেন হয় না শেষ! দাসুন শানাকার পরের তিন বলেই বিদায় দুই ব্যাটসম্যানের, রান নেই মাঝের বলেও! নন-স্ট্রাইকে থাকা শামীম হোসেন যেভাবে ক্ষুব্ধ হয়ে ছুড়ে মারলেন ব্যাট, তাতেও শঙ্কা জাগল আরও। বাংলাদেশ আতঙ্কিত হয়ে পড়ছে না তো!

Pin It