মুশফিকের ৯৯তম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

1-691214d73bd7f

আজ মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।

দুই ম্যাচের এই সিরিজেই দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০টি টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করতে পারেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

৪ মাস পর আবারো টেস্ট ক্রিকেট খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। মুশফিকুর রহিম খেলবেন ক্যারিয়ারের ৯৯তম টেস্ট ম্যাচ।

সোমাবার ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, মুশফিক ভাই ড্রেসিং রুমে থাকা অলওয়েজ আমাদের জন্য ভালো লাগার বিষয়। কারণ হলো টেস্ট ক্রিকেটটা অবশ্যই আমরা সবসময় এক্সপেরিয়েন্সকে গুরুত্ব ও অগ্রাধিকার দিই। তাই উনার (মুশফিকের) এত বছরের একটা ক্যারিয়ার এটা আমাদের অনেক হেল্প করে।

শান্ত আরও বলেন, স্পেশালি ১০০তমটা যদি উনি সুস্থভাবে খেলতে পারে, তাহলে ওই পাঁচটা দিন আমরা সবাই মিলে সেলিব্রেট করব এবং এবং পুরোদিনটা, পাঁচটাদিন খুব ভালোভাবে এনজয় করতে চাই। সো খুবই আশাবাদী ইনশাআল্লাহ, উনি সুস্থভাবে দুইটা টেস্ট ম্যাচ খেলবেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুৃল ইসলাম, এবাদত হোসেন, নাহিদ রানা ও হাসান মুরাদ।

Pin It