সহজ ম্যাচ কঠিন বানিয়ে রেকর্ড গড়া জয়ে সমতায় বাংলাদেশ

mahedi-bangladesh-291125-02-1764432882

দেশের মাঠে সবচেয়ে বেশি রান তাড়ার রেকর্ড গড়ে আয়ার‌ল্যান্ডকে হারাল লিটন কুমার দাসের দল।

শেষ ৩১ বলে প্রয়োজন ৩৩ রান। উইকেট বাকি ৮টি। দারুণ ফিফটি করে ক্রিজে তখনও লিটন কুমার দাস। ম্যাচ জয় তো স্রেফ সময়ের ব্যাপার। তবে সহজ ম্যাচ কঠিন করে তুলতে তো জুড়ি নেই বাংলাদেশের। এই ম্যাচেও গুবলেট পাকানোর আয়োজন তারা করে ফেলেছিল। শেষ পর্যন্ত মোহাম্মদ সাইফ উদ্দিনের শেষের ক্যামিওতে দূর হয় শঙ্কা।

Pin It