সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী করা হয়েছে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে। প্রায় ১০ মাসের ব্যবধানে এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী পরিবর্তন করে বড় চমক দেখালো দলটি।
গত ১ ডিসেম্বর খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে এসে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এ সিদ্ধান্ত দেন। পর বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে স্থানীয় পর্যায়ের নেতাদের বৈঠকে এটি আলোচিত হয় এবং ওই সিদ্ধান্তই বহাল রাখা হয়।
খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
গত কয়েক দিন ধরেই হিন্দু অধ্যুষিত খুলনা-১ আসনে জামায়াতের পক্ষ থেকে কৃষ্ণ নন্দীকে প্রার্থী করা হচ্ছে এমন কথা শোনা যাচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত তথ্য ছড়িয়ে পড়েছিল। এবার যা সত্য হলো।
অনুভূতি জানিয়ে কৃষ্ণ নন্দী বাংলানিউজকে বলেন, প্রথমেই আমি জামায়াত ইসলামীতে ধন্যবাদ জানাই। আমাকে নমিনেশন দিয়ে ইতিহাসের রেকর্ড করল। কেননা আমি প্রথম জামায়াতের হিন্দু এমপি প্রার্থী। আমি হিন্দু মুসলিম সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই। আমার প্রধান কাজ হবে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়া।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি খুলনার ছয়টি আসনের জন্য জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয় আনুষ্ঠানিকভাবে। তখন খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) বটিয়াঘাটা উপজেলা জামায়াতের আমির শেখ আবু ইউসুফকে প্রার্থী ঘোষণা করা হয়। এর মধ্যে বাকি পাঁচটি আসনের প্রার্থী ঠিক থাকলেও শুধুমাত্র খুলনা-১ আসনে প্রার্থী পরিবর্তন করে হিন্দু প্রার্থী করা হলো।
সাবেক প্রার্থী মাওলানা আবু ইউসুফ বলেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আমাকে নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক করা হয়েছে। আমি কৃষ্ণ নন্দীর বিজয়ের জন্য সর্বাত্মক কাজ করব।
তার পক্ষে আমি প্রচারণা শুরু করেছি। যেহেতু আমাকেই নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক করা হয়েছে সেহেতু সিদ্ধান্ত অনুযায়ী আমি যথাসম্ভব কাজ করব, ইনশাআল্লাহ।





