‘পুরুষতন্ত্র আমাদের আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে’- নুসরাত

1765447310-cefaf1a1aef6f51988e877215cb85156

বাস্তবে হোক বা অনস্ক্রিন বলিউডে পুরুষতন্ত্র যেন ডালপালা মেলে রয়েছে। যা নিয়ে বারবার উঠে এসেছে নানা মন্তব্য। ইদানিং বেশ কিছু ছবিতে ফুটে উঠেছে পুরুষতন্ত্রের ছাপ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হিন্দি সিনেমায় এই উগ্র পৌরুষ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নুসরাত ভারুচা।

তিনি বলেন, আমাদের দেশ মূলত পুরুষতন্ত্রেই বিশ্বাসী। আর তা আমাদের বিনোদুনিয়াতেও একইভাবে ছাপ ফেলছে। আমাদের জনসংখ্যায় গরিষ্ঠতাও পুরুষদের। আর তাই আমাদের একপ্রকার পুরুষতন্ত্র আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। আর সেভাবেই হিন্দি সিনেমাতেও পুরুষতন্ত্রের ছাপ আমরা ভরপুর দেখতে পাচ্ছি বছরের পর বছর ধরে।

নুসরাত আরও বলেন, এই পরিবর্তন এত সহজে সম্ভব নয়। সেটা হতে সময় লাগবে। তবে পরিবর্তন একদিন ঠিকই হবে বলে আমি আশা রাখি।

তার কথায়, তবে শুধুই যে পুরুষতন্ত্রই বলিউডের সিনেমাতে প্রাধান্য পায় এমনটা নয়। একইভাবে নারীদের কথা মাথায় রেখেও বহু সিনেমা তৈরি হয়েছে। সেগুলোও ভালো ব্যবসা করেছে। এর মধ্যে যেমন রয়েছে ‘মিমি’, ‘ছোরি’, ‘ড্রিম গার্ল’, ‘আকেলি’ এবং ‘পিঙ্ক’। কাজেই নায়ককে কেন্দ্র করে নির্মিত সিনেমাই যে শুধু ভালো ব্যবসাকরবে এমনটা একেবারেই নয়।

নিজের কাজের বিষয়ে উদাহারণ টেনে নুসরাত ভারুচা বলেন, আমি নিজে বলিউডে কমেডি ঘরানার কাজ দিয়ে জার্নি শুরু করেছিলাম। এরপর বুঝলাম বলিউডে একটা ব্যাপার রয়েছে যে, তুমি যে ঘরানার সিনেমাতে কাজ করছ সেই ধরনের সিনেমা ও চরিত্রের সুযোগই বারবার আসে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে।

তিনি আরও বলেন, যখন আমার কাছে ‘ছোরি’র সুযোগ আসে আমি সেই সুযোগ হারাতে চাইনি। কারণ আমার মনে হয়েছিল এই সিনেমার হাত ধরেই আমি দর্শকের মনে আমার একটা নতুন দিকের পরিচয় ঘটাতে পারব।

Pin It