১ ওভারে ১ রানে ৩ উইকেট মুস্তাফিজের

dubai-capitals-071225-01-1765044675

আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে দল পাওয়ার পরদিন এমন জাদুকরি ওভার উপহার দিলেন মুস্তাফিজ।

কিছুটা খরুচে প্রথম ওভারের পর দ্বিতীয় স্পেলে ঘুরে দাঁড়ালেন মুস্তাফিজুর রহমান। এবার এক ওভারে স্রেফ এক রান নিয়ে তিনি নিলেন তিনটি উইকেট। ফিল্ডার ক্যাচ ফেলার পর শেষ বলে ছক্কা হজম করায় বোলিং ফিগার যদিও খুব একটা উজ্জ্বল হলো না তার।

আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে এমআই এমিরেটসের বিপক্ষে চার ওভারে ৩৪ রানে ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজ।

দ্বাদশ ওভারে ১ উইকেটে ৮৯ রানের শক্ত অবস্থানে থেকে ২০ ওভারে এমিরেটস করতে পারে ৮ উইকেটে ১৩৭। দলটির রান আরও কম হতে পারত। ক্যাপিটালসের ফিল্ডাররা ক্যাচ ফেলে মোট ৭টি!

বাংলাদেশের আরেক তারকা সাকিব আল হাসানকে এই ম্যাচেও একাদশের বাইরে রাখে এমিরেটস।

আসরে মুস্তাফিজের খেলা আগের চার ম্যাচেই আগে ব্যাটিং করেছিল ক্যাপিটালস। মুস্তাফিজ তাই বোলিং করেছিলেন ম্যাচের দ্বিতীয় ভাগে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার এমিরেটসের বিপক্ষে টস জিতে বোলিং নেন ক্যাপিটালস অধিনায়ক দাসুন শানাকা।

আগের দিন আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে দল পাওয়া মুস্তাফিজ প্রথমবার ম্যাচের প্রথম ভাগে বোলিং পেয়ে শুরুটা ভালো করতে পারেননি। ইনিংসের দ্বিতীয় ওভারে তিনি দেন ১০ রান। তার তৃতীয় বলে শর্ট ডেলিভারিতে চার মারেন জনি বেয়ারস্টো। ষষ্ঠ বলে স্লোয়ার ডেলিভারিতেও বাউন্ডারি পেয়ে যান ইংলিশ ব্যাটসম্যান।

দশম ওভারে বেয়ারস্টোকে ফেরানোর সুযোগ হারান মুস্তাফিজ। ওয়াকার সালামখিলের বলে শর্ট থার্ডম্যানে ক্যাচ ফেলেন তিনি।

অবশেষে চতুর্দশ ওভারে থামে বেয়ারস্টোর ৮ চার ও ৩ ছক্কায় ৪০ বলে ৬৭ রানের ইনিংস।

মুস্তাফিজ বোলিয়ে ফেরেন ষোড়শ ওভারে। এবার নিয়ন্ত্রিত বোলিংয়ে বাঁহাতি পেসার দেন ৭ রান।

অষ্টাদশ ওভারে তার সেই জাদুকরি বোলিং। ওভারের প্রথম বল স্লোয়ার ডেলিভারি উড়িয়ে মারার চেষ্টায় আকাশে তোলেন রাশিদ খান, মিড-অফে ক্যাচ নেন শানাকা। পরের বলে আসে এক রান। বাকি চার বলে আর কোনো রান আসেনি।

তৃতীয় বলে আরেকটি স্লোয়ারে লং-অনে ধরা পড়েন টম ব্যান্টন। পঞ্চম বলে শিকার আরেকটি। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে স্লিপ ফিল্ডারের চমৎকার ক্যাচে ফেরেন এএম গাজানফার।

ইনিংসের ও নিজের শেষ ওভারে ১৬ রান দিয়ে ফেলেন মুস্তাফিজ। প্রথম বলে ইয়র্কার ডেলিভারিতে বাউন্ডারি পেয়ে যান রোমারিও শেফার্ড। চতুর্থ বলে এই ব্যাটসম্যানের উইকেট পেতে পারতেন মুস্তাফিজ। কিন্তু লং-অফ থেকে বাঁ দিকে কিছুটা এগিয়ে গিয়ে ক্যাচ ফেলেন ফিল্ডার জর্ডান কক্স।

পরপর তিন বলে দুই রান করে নেওয়ার পর, ওভারের শেষ বলে স্লোয়ার ফুল লেংথ ডেলিভারিতে ছক্কা মারেন শেফার্ড।

আইএল টি-টোয়েন্টিতে নিজের অভিষেক আসরে পাঁচ ম্যাচে মুস্তাফিজের উইকেট হলো ৯টি।

Pin It