বাংলাদেশি প্রত্যাহারকৃত কূটনীতিক ফয়সাল যুক্তরাষ্ট্রে গ্রেফতার

foysal-6946e49ba0762

দূতাবাসে অভ্যন্তরীণ প্রশাসনিক সমস্যা সৃষ্টি এবং সহকর্মীদের সঙ্গে অসংগত আচরণের অভিযোগে রাশিয়ায় ‘স্ট্যান্ড রিলিজ’ হওয়া বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্সুসিডিএ) মো. ফয়সাল আহমেদকে যুক্তরাজ্যে গ্রেফতার করেছে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) যুক্তরাজ্যের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বার্মিংহামের সলিহুল এলাকা থেকে গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) হামলা ও ধর্ষণের হুমকির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ২৭ মে মস্কোয় বাংলাদেশ দূতাবাসে অভ্যন্তরীণ প্রশাসনিক সমস্যা সৃষ্টি ও সহকর্মীদের সঙ্গে অসংযত আচরণের অভিযোগে ফয়সাল আহমেদকে ‘স্ট্যান্ড রিলিজ’ তথা তাৎক্ষনিকভাবে প্রত্যাহার করা হয়। সেইসঙ্গে তাকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়। তবে তিনি দেশে ফেরেননি।

Pin It