‘লিডার’ মুশফিকের অভিজ্ঞতায় ভরসা রাখছে রাজশাহী ওয়ারিয়র্স

mushfiqur-rahim-bpl-201225-01-1766234818

অধিনায়কত্ব মুশফিককেই দেওয়া হবে নাকি শান্ত অথবা আকবর, তা এখনও চূড়ান্ত করেনি বিপিএলের নতুন দলটি।

দৃশ্যটিতে বিস্ময়ের কিছু নেই, বরং খুবই চেনা। দলীয় অনুশীলন শুরুর সময়ের অনেক আগেই কিট ব্যাগ কাঁধে নিয়ে মাঠে হাজির মুশফিকুর রহিম। বয়স, অর্জন, কিংবা অতীমজুবত, জাতীয় দল হোক বা ঘরোয়া ক্রিকেট, তার নিজস্ব প্রথায় কোনো ছাড় নেই নিজের। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে বিপিএলে নতুন অধ্যায়ের শুরুতে আবারও তিনি দাঁড়িয়ে গেলেন সেই জায়গাতেই, যেখানে অভিজ্ঞতা হয়ে ওঠে নেতৃত্বের ভাষা।

Pin It