ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ৪ যানবাহন নদীতে পড়ে ৩ জন নিহত, নিখোঁজ ১

1766265903-390051acc73e39be737f7d4f058d3e05

নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ চার যানবাহন নদীতে পড়ে ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে ফতুল্লার বক্তাবলী ফেরি ঘাটে এ ঘটনা ঘটে। পরে রাত দেড়টায় তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

উদ্ধার হওয়াদের লাশের প্রাথমিক পরিচয়ে জানা গেছে, একজন মোটরসাইকেল চালক রফিক, একজন ভ্যানচালক স্বাধীন ও আরেকজন প্রবাসী মাসুদ।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, নদীর মাঝখানে ফেরি থেকে একাধিক যানবাহন পানিতে পড়ে ডুবে গেছে। এ ঘটনায় নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজ থাকা এক ব্যক্তির সন্ধানে এখনও তল্লাশি চলমান।

Pin It