বৃহস্পতিবার ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

1766569310-d0fdd4e7f40e3884bab8e1e66b4b0062

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা সর্বসাধারণের জন্য টোলমুক্ত থাকবে।

বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেসং উইং এক বার্তায় এ তথ্য জানায়।

এতে বলা হয়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত ঢাকা শহরে প্রবেশের জন্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা সাধারণের জন্য টোল মুক্ত থাকবে।

এর আগে বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত টোলমুুক্ত থাকবে জানানো হলেও পরে সময় বাড়িয়ে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টোলমুক্ত থাকবে বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণ করবে তারেক রহমানকে বহনকারী ফ্লাইট।

এরপর তিনি ৩০০ ফিটে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেবেন। তারপর তিনি বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন।

Pin It