দুর্দান্ত বোলিংয়ে ওভারপ্রতি স্রেফ পাঁচ করে রান দিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার।
ম্যাচের প্রথম ওভারেই সাকিব আল হাসানের হাতে বল তুলে দিলেন কাইরন পোলার্ড। চমৎকার বাঁহাতি স্পিনে স্রেফ দুই রান দিয়ে অধিনায়কের আস্থার প্রতিদান দিলেন সাকিব। নিজের পরের তিন ওভারেও প্রতিপক্ষের রানের চাকায় বাঁধ সাধলেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
আইএল টি-টোয়েন্টিতে শুক্রবার আবু ধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে কোনো উইকেট নিতে পারেননি সাকিব। তবে নিয়ন্ত্রিত বোলিংয়ে চার ওভারে স্রেফ ২০ রান দেন এমআই এমিরেটসের অভিজ্ঞ অলরাউন্ডার।
২৪ ডেলিভারির মধ্যে ১০টি ডট খেলান সাকিব। হজম করেন স্রেফ একটি ছক্কা।
সংযুক্ত আরব আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে আসরের প্রথম কোয়ালিফায়ারে স্রেফ এক ওভার করে ১০ রান দেন সাকিব। ম্যাচটি ৪৫ রানে হেরে যায় এমআই এমিরেটস।
শারজাহতে দ্বিতীয় কোয়ালিফায়ারে টস জিতে ফিল্ডিং নেন অধিনায়ক পোলার্ড। প্রথম দুই ডেলিভারি ডট খেলার পর তৃতীয়টিতে সিঙ্গল নেন অ্যালেক্স হেলস। পরের তিন বল থেকে এক রান নিতে পারেন মাইকেল পেপার।
তৃতীয় ওভারে ফের বল হাতে পেয়ে প্রথম তিন ডেলিভারিতে দুটি সিঙ্গল দেন সাকিব। চতুর্থ বলে লং-অন দিয়ে তাকে ছক্কায় ওড়ান স্কটল্যান্ডের ব্র্যান্ডন ম্যাকমুলেন। শেষ দুই বল থেকে আসে এক রান।
প্রথম দুই ওভারে ১১ রান দেওয়া সাকিবকে ফের আক্রমণে আনা হয় নবম ওভারে। ওই ওভারের সব ডেলিভারি খেলে ৫ রান নিতে পারেন আলিশান শারাফু।
কোটার শেষ ওভারেও দুর্দান্ত ছিলেন সাকিব। একটি লেগ-বাইসহ ওই ওভার থেকে হেলস ও শারাফু মিলে নিতে পারেন পাঁচ রান।
সাকিব ছাড়াও এমআই এমিরেটসের অন্যরাও এদিন দুর্দান্ত বোলিং করেন। ২৪ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন আফগানিস্তানের এএম গাজানফার। ১৯ রানে দুই শিকার ধরেন আরব আমিরাতের বাঁহাতি পেসার মোহাম্মাদ রোহিদ। ২০ রান দিয়ে দুটি প্রাপ্তি আফগান পেসার ফাজালহাক ফারুকির।
সাকিবের মতো স্রেফ ২০ রান দিয়ে উইকেট পাননি আফগানিস্তানের লেগ স্পিনার আরব গুল।
প্রথমবার আইএল টি-টোয়েন্টিতে খেলতে গিয়ে এখন পর্যন্ত তেমন ভালো করতে পারেননি সাকিব। সাত ম্যাচের পাঁচটিতেই উইকেটের দেখা পাননি তিনি। দুই ম্যাচে নিয়েছেন মোট তিন উইকেট।
বোলারদের সম্মিলিত চমৎকার পারফরম্যান্সে আবু ধাবি নাইট রাইডার্সকে স্রেফ ১২০ রানে আটকে রাখতে পারে এমআই এমিরেটস।





