বিশ্বকাপসহ বছরজুড়ে বাংলাদেশের ব্যস্ত সূচি ঘোষণা

2-6957c74c1bb99

নতুন বছরের শুরুতেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানুয়ারিতে কোন খেলা না থাকলেও আগামী ফেব্রুয়ারি-মার্চে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ২০২৬ সালের আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করবে টাইগাররা। এ বিশ্বকাপ আসরটির যৌথভাবে দুই আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা।

৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলমান এই আসরের ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপে থাকা বাকি দুই দেশ নেপাল ও ইতালি।  এই মেগা ইভেন্ট শেষ করেই ভারত-অস্ট্রেলিয়াসহ ক্রিকেটের বাঘা বাঘা সব দলের বিপক্ষে সিরিজ খেলতে নামবে লাল সবুজের প্রতিনিধিরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে দ্বিপাক্ষিক সিরিজে লিটন-মুস্তাফিজদের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান।  মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান।  এরপর ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে এপ্রিল-মে মাসে বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড। কিউইদের সঙ্গে সিরিজ শেষে ঘরের মাঠে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট ম্যাচ খেলতে আবারও পাকিস্তানকে আতিথেয়তা দেবে বাংলাদেশ।

এরপর ঘরের মাঠে জুন মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা। আগস্টে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে টিম ইন্ডিয়া।  এরপর মাঝে এক মাস বিরতি দিয়ে অক্টোবরে দুটি টেস্ট খেলতে ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ।

২০২৬ সালে বাংলাদেশের দ্বিপাক্ষিক হোম সিরিজের সূচি

বাংলাদেশ বনাম পাকিস্তান

৩টি ওয়ানডে

প্রথম ওয়ানডে– ১২ মার্চ, ২০২৬

দ্বিতীয় ওয়ানডে– ১৪ মার্চ, ২০২৬

তৃতীয় ওয়ানডে– ১৬ মার্চ, ২০২৬

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড

 ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি

প্রথম ওয়ানডে– ১৭ এপ্রিল, ২০২৬

দ্বিতীয় ওয়ানডে– ২০ এপ্রিল, ২০২৬

তৃতীয় ওয়ানডে– ২৩ এপ্রিল, ২০২৬

প্রথম টি-টোয়েন্টি– ২৭ এপ্রিল, ২০২৬

দ্বিতীয় টি-টোয়েন্টি– ২৯ এপ্রিল, ২০২৬

তৃতীয় টি-টোয়েন্টি– ২ মে, ২০২৬

বাংলাদেশ বনাম পাকিস্তান

২টি টেস্ট

প্রথম টেস্ট– ৮-১২ মে, ২০২৬

দ্বিতীয় টেস্ট– ১৬-২০ মে, ২০২৬

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া

৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি

প্রথম ওয়ানডে– ৫ জুন, ২০২৬

দ্বিতীয় ওয়ানডে– ৮ জুন, ২০২৬

তৃতীয় ওয়ানডে– ১১ জুন, ২০২৬

প্রথম টি-টোয়েন্টি– ১৫ জুন, ২০২৬

দ্বিতীয় টি-টোয়েন্টি– ১৮ জুন, ২০২৬

তৃতীয় টি-টোয়েন্টি– ২০ জুন, ২০২৬

বাংলাদেশ বনাম ভারত

৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি

প্রথম ওয়ানডে– ১ সেপ্টেম্বর, ২০২৬

দ্বিতীয় ওয়ানডে– ৩ সেপ্টেম্বর, ২০২৬

তৃতীয় ওয়ানডে– ৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রথম টি-টোয়েন্টি– ৯ সেপ্টেম্বর, ২০২৬

দ্বিতীয় টি-টোয়েন্টি– ১২ সেপ্টেম্বর, ২০২৬

তৃতীয় টি-টোয়েন্টি– ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ

২টি টেস্ট

ওয়ার্মআপ– ২২-২৪ অক্টোবর (তিন দিনব্যাপী)

প্রথম টেস্ট– ২৮ অক্টোবর-১ নভেম্বর, ২০২৬

দ্বিতীয় টেস্ট– ১৬-২০ মে, ২০২৬

বাংলাদেশ ‘এ’ বনাম শ্রীলঙ্কা ‘এ’

২টি চারদিনের ম্যাচ ও ৩টি ওয়ানডে (মে, ২০২৬)

Pin It