একাত্তরের মহান মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা ও লোকসংগীতশিল্পী মলয় কুমার গাঙ্গুলী মারা গেছেন। ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ৯টা ২০ মিনিটে তার মৃত্যু হয়েছে। মলয় কুমার গাঙ্গুলীর বয়স হয়েছিল ৮০ বছর।
জানা গেছে, দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ফুসফুসের জটিলতায় ভুগছিলেন তিনি। গতকাল রাত ২টায় তার মরদেহ ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে। মলয় কুমার গাঙ্গুলীর একমাত্র মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন, আজ রাতে মেয়ে ফেরার পর শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বলে রাখা যায়, ১৯৪৪ সালেনেত্রকোণার কেন্দুয়ার মোজাফফরপুর গ্রামে জন্ম নেন মলয় কুমার গাঙ্গুলী। যিনি ১৯৭১ সালের উত্তাল দিনগুলোতে কণ্ঠকে অস্ত্র বানিয়ে যুদ্ধ করেছিলেন।
মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিয়ে বাড়ি ছেড়ে কলকাতায় গিয়ে যোগ দেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে।
বালিগঞ্জ সার্কুলার রোডে নিয়মিত গান রচনা, সুরারোপ এবং কণ্ঠ দিয়ে মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছেন তিনি। বেতারকেন্দ্রে এস এম আবদুল গণি বোখারীর লেখা ও সুরে ‘ওরে ও বাঙালি আর কতকাল থাকবি ঘুমেতে হইয়া বিভোর’ গানে এককভাবে কণ্ঠ দিয়েছিলেন মলয় কুমার গাঙ্গুলী।
১৯৯০ সালে আওয়ামী লীগের সম্মেলনের জন্য তৈরি করা ‘যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই’ মলয় কুমার গাঙ্গুলীর ক্যারিয়ারের অন্যতম মাইলফলক।




