আদানির একটি ইউনিট বন্ধ হচ্ছে আজ

Adani-6967fbf18bdaf

আদানি গ্রুপের ১৬০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রের এক নম্বর ইউনিট আজ থেকে ২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে। তবে অন্য ইউনিট চালু থাকবে। ৮০০ মেগাওয়াটের ইউনিটটি বন্ধ হলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) ফানের্স অয়েলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন বাড়াতে হবে। এদিকে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বেশি চালালে উৎপাদন ব্যয়ও বাড়বে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

জানা যায়, মেরামত কাজের জন্য আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিটটি বন্ধ করা হচ্ছে। তবে এটি ৯ ফেব্রুয়ারি আবার চালু করা হবে। পিডিবি সূত্র জানায়, সামনের মাসে নির্বাচন ও বোরো মৌসুম। এ সময় কোনোভাবে লোডশেডিং করা যাবে না। তাই আদানির ১ নম্বর ইউনিট মেরামত শেষ করে যথাশীঘ্র চালুর অনুরোধ করা হয়েছে।

একই কারণে অর্থাৎ মেরামতের কারণে পায়রা এবং মাতারবাড়ীর একটি ইউনিট বন্ধ আছে। এ মাসে ইউনিট দুটি চালু হবে। এরই মধ্যে গরম, নির্বাচন এবং ইরি-বোরো মৌসুমের কারণে বিদ্যুতের চাহিদা বাড়বে। দেশে এখন পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা ১১ হাজার ৬০০ মেগাওয়াট। আগামী মাসে এ চাহিদা ১৫ হাজারেরও বেশি হতে পারে বলে ধারণা করছে পিডিবি।

Pin It