ভালোবাসা দিবসে ধানুশকে বিয়ে করছেন ম্রুণাল ?

1768554360-eb28f2c5064d4b632b49d8d304281151

২০২৫ সালের শুরু থেকেই ম্রুণাল ঠাকুর ও ধানুশের প্রেমের গুঞ্জন চলছিল। তবে ২০২৫ সালের আগস্টে সেই গুঞ্জন নিয়ে মুখ খুলে ম্রুণাল। এই অভিনেত্রী জানান, ধানুশ তার কাছে ‘শুধুই একজন ভালো বন্ধু’।

নতুন করে ভারতীয় সংবাদমাধ্যমের কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে, আগামী ১৪ ফেব্রুয়ারি বিয়ে করার পরিকল্পনা করছেন ম্রুণাল ঠাকুর ও ধানুশ।

গুঞ্জন অনুযায়ী, এই বিয়ে হবে একেবারেই ব্যক্তিগত পরিসরে, যেখানে থাকবেন কেবল পরিবারের সদস্য ও বন্ধুরা।
তবে এই বিষয় নিয়ে এখন পর্যন্ত দুই অভিনয়শিৈল্পী বা তাদের টিমের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

‘সন অব সরদার ২’-এর বিশেষ প্রদর্শনীতে হাজির হয়েছিলেন ধানুশ। তখন ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, ম্রুণালের জন্যই চেন্নাই থেকে মুম্বাই উড়ে এসেছেন ধানুশ।

এ বিষয়ে ম্রুণাল বলেছিলেন, ধানুশ ‘সন অব সরদার ২’-এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে এটা নিয়ে কেউ যেন ভুল না বোঝেন। তাকে আমি নই, আমন্ত্রণ জানিয়েছিলেন অজয় দেবগন।

এ ছাড়া ধানুশের ‘তেরে ইশ্ক মে’-এর সঙ্গে যুক্ত না থাকা সত্ত্বেও ম্রুণাল তার সিনেমার র‍্যাপআপ পার্টিতে উপস্থিত ছিলেন, যা নিয়েও অনুরাগীরা নানা প্রশ্ন তোলেন।

১ আগস্ট ম্রুণালের জন্মদিনের পার্টিতেও উপস্থিত ছিলেন ধানুশ।

ধানুশ এর আগে ২০০৪ সালে অভিনেতা রজনীকান্তর কন্যা নির্মাতা ঐশ্বরিয়া রজনীকান্তকে বিয়ে করেন। ২০২২ সালে তারা আলাদা থাকার সিদ্ধান্ত ও ২০২৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান রয়েছে।

Pin It