ভোট নিয়ে তারেকের ‘দৃষ্টিভঙ্গি জানতে গিয়েছিলেন’ মার্কিন রাষ্ট্রদূত

tarique-rahman-with-usa-ambassador-190126-1768828122

“শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য এগিয়ে নিতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে আগ্রহী,” বলেন রাষ্ট্রদূত।

ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ‘দৃষ্টিভঙ্গি’ জানতে তার সঙ্গে সাক্ষাৎ করার কথা বলেছেন ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

সোমবার তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর মার্কিন দূতাবাসের ফেইসবুক পেইজে দেওয়া এক পোস্টে রাষ্ট্রদূত এ প্রতিক্রিয়া তুলে ধরেন।

এদিন বিকাল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে যান রাষ্ট্রদূত। তার সঙ্গে দূতাবাসের কর্মকর্তারাও ছিলেন।

সাক্ষাতের সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য মাহাদী আমিন ও প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।

সাক্ষাতের পর রাতে মার্কিন দূতাবাসের ফেইসবুক পেইজে এক পোস্টে ক্রিস্টেনসেন বলেন, “আসন্ন নির্বাচন সম্পর্কে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিভঙ্গি জানতে আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছি।

“যুক্তরাষ্ট্র শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যকে এগিয়ে নিতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহী।”

ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় আসেন গত ১২ জানুয়ারি। ঢাকায় আসার পর বিএনপি চেয়ারম্যানের সঙ্গে এটাই ছিল তার প্রথম সাক্ষাৎ।

গত সেপ্টেম্বরে ক্রিস্টেনসেনকে বাংলাদেশে ‘অ্যাম্বাসেডর এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড প্লেনিপটেনশিয়ারি’ হিসেবে মনোনয়ন দেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এরপর গত মাসে মার্কিন সেনেটের অনুমোদন পান তিনি।

কূটনীতিক হিসেবে ক্রিস্টেনসেনের বাংলাদেশে আসা এবারই প্রথম নয়। চার বছর আগে ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করে গেছেন তিনি।

Pin It