‘পাকিস্তানের প্ররোচনায় বড় ভুল করল বাংলাদেশ’

Screenshot 2026-01-26 024056-1

নিরাপত্তা শঙ্কায় ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যে কারণে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বাংলাদেশ ভেন্যু পরিবর্তন করে ভারতের পরিবর্তে শ্রীলংকায় খেলতে চেয়েছিল। বাংলাদেশের এই প্রস্তাবে রাজি ছিল একমাত্র পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক সচিব ও আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহর নেতৃত্বাধীণ বোর্ড বাংলাদেশের প্রস্তাব নাকোচ করে স্পষ্ট জানিয়ে দেন, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে।

বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে যেতে রাজি হয়নি। তাই স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ করে দেয় আইসিসি।

এব্যাপারে ভারতের সাবেক ক্রিকেটার ও ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য মদন লাল বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘আইসিসি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান তাদের (বাংলাদেশকে) ভুল পথে চালিত করেছে। এতে স্কটল্যান্ডের জন্য বড় সুযোগ তৈরি হলো, তারা অনেক বেশি এক্সপোজার পাবে। বাংলাদেশ একটা বিরাট ভুল করে ফেলেছে।’

ইন্ডিয়া টুডেকে লাল বলেন, ‘আমি মনে করি এটা বোকামি। কারণ এতে ভারতের কোনো ক্ষতি হবে না। বাংলাদেশই সব হারাবে। বাণিজ্যিক দিক থেকে এত বড় টুর্নামেন্টে না খেলা বাংলাদেশের জন্য বিশাল লোকসান। আমার মনে হয় পাকিস্তান তাদের প্ররোচিত করছে যাতে তারা টুর্নামেন্টে অংশ না নেয়। তারা কেবল ভারতকে নিচে নামাতে চায়।’

‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে’

 ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানানোয় গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। একই সঙ্গে টাইগারদের পরিবর্তে স্কটল্যান্ডের নাম জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলকে বাদ দেওয়ায় প্রতিবাদ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। বাংলাদেশকে নিয়ে আইসিসির সিদ্ধান্তে পাকিস্তানের অবস্থান কী হবে–এমন প্রশ্নের জবাবে দেন পিসিবি চেয়ারম্যান।

নাকভি বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই মুহূর্তে দেশে নেই। তিনি দেশে ফিরলে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাব। বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি আইসিসির বোর্ড সভাতেও একই কথা বলেছি। এমন হতে পারে না যে এক দেশের জন্য একরকম সিদ্ধান্ত হবে আর অন্য দেশের জন্য সম্পূর্ণ উল্টো সিদ্ধান্ত নেওয়া হবে।

নাকভি আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে এবং যেকোনো পরিস্থিতিতেই তাদের বিশ্বকাপ খেলতে দেওয়া উচিত। বাংলাদেশ একটি বড় অংশীদার দেশ, তাদের প্রতি এই অবিচার করা উচিত নয়।’

পিসিবি চেয়ারম্যান বলেন, ‘এক দেশ আরেক দেশকে নির্দেশ দিতে পারে না। যদি এমন নির্দেশ দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে পাকিস্তান অবশ্যই নিজের অবস্থান নেবে। বাংলাদেশ পাকিস্তানের মতোই আইসিসির একজন পূর্ণ সদস্য। আমাদের বক্তব্য হলো–আপনি যদি পাকিস্তান ও ভারতের ক্ষেত্রে এই সুবিধা দিয়ে থাকেন, তাহলে বাংলাদেশের ক্ষেত্রেও একই আচরণ করা উচিত।’

Pin It