ঐক্যফ্রন্ট শতভাগ ঐক্যবদ্ধ আছে: ড. কামাল

image-24318-1548860640

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ঐক্যফ্রন্ট শতভাগ ঐক্যবদ্ধ আছে। এই ফ্রন্ট হলো ১৬ কোটি মানুষকে নিয়ে। সেই ঐক্য অবশ্যই আছে।

বুধবার বিকেলে রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের জাতীয় কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভার বৈঠক হয়।বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ড. কামাল।

তিনি বলেন, এই ঐক্য তো আমাদের মধ্যে আছেই। এটা আরো সুদৃঢ়। এক নম্বর আমাদের কথা হলো-জনগণ ক্ষমতার মালিক, জনগণ জাতীয় সম্পদের মালিক।

ড. কামাল আরো বলেন, আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখেছি। রাস্তায় আমরা হাটি। দেখুন জিজ্ঞাসা করুন, এই দেশের মালিক জনগণ কি না। কেউ একজন কি বলবে ‘না’?

গণফোরামের দুজন সদস্যের শপথ নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এসব বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে জানানো হবে।

একাদশ সংসদের প্রথম অধিবেশন নিয়ে বলেন, এই সংসদের ব্যাপারে সব কিছু জেনে বিচার-বিশ্লেষণ করে পরবর্তীতে আমরা বক্তব্য রাখব।

Pin It