বগুড়ার গাবতলী রেল স্টেশনে আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ফলে লালমনিরহাট ও রংপুরের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ট্রেনটি লালমনিরহাট থেকে বগুড়ার সান্তাহার যাচ্ছিল।
রোববার রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বগুড়ার সান্তাহার থেকে বোনারপাড়াগামী কলেজ ট্রেন আটকে পড়েছে।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, লাইনচ্যুত ট্রেনের বগি মেরামতের জন্য বোনারপাড়া জংশন থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। রাতের মধ্যেই সেটি মেরামত করা সম্ভব হবে।
বগুড়া রেলওয়ের উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেস ট্রেনটি গাবতলী স্টেশন অতিক্রমের সময় পেছনের একটি বগি লাইনচ্যুত হয়।
তিনি বলেন, বগিটি এমন জায়গায় লাইনচ্যুত হয়েছে যেখানে মেইন লাইনের সঙ্গে দ্বিতীয় লাইন যুক্ত হয়েছে। বগিটি দুটি লাইনের ওপর আটকে থাকায় বিকল্প লাইনেও ট্রেন চালানো সম্ভব হচ্ছে না।
আফজাল হোসেন জানান, বগি লাইনচ্যুত হলেও যাত্রীদের কেউ হতাহত হয়নি।