পবিত্র শবে বরাত ২১ এপ্রিল

আগামী ২১ এপ্রিল রোববার দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত।

8-5ca8b2e8d02ac

শনিবার বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। সোমবার থেকে গণনা শুরু হবে শাবান মাস। এ হিসাবে ১৪ শাবান দিবাগত রাত, অর্থাৎ ২১ এপ্রিল পালিত হবে লাইলাতুল বরাত বা ভাগ্যরজনী। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

শনিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভা হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী জানান, দেশের আকাশে শনিবার ১৪৪০ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (৮ এপ্রিল) থেকে শাবান মাস গণনা শুরু হবে। আর ২১ এপ্রিল পবিত্র লাইলাতুল বরাত পালিত হবে।

সভায় ধর্মসচিব, জাতীয় চাঁদ দেখা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মুসলমানরা বিশ্বাস করেন, শবে বরাতের রাতে পরবর্তী এক বছরের ভাগ্য নির্ধারিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদত বন্দেগির মাধ্যমে রাতটি কাটান মুসলমানরা। শবে বরাতের পরের দিন নফল রোজা রাখেন অনেকে।

শবে বরাত উপলক্ষে আগামী ২২ এপ্রিল সোমবার সরকারি ছুটি।

Pin It