সৌম্য-লিটন ও সাব্বিরকে নিয়ে চিন্তিত নির্বাচকরা

Sabbir-Soumyo-Liton-samakal-5cb1dd986f5e3

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা ক’দিনের মধ্যেই ইংল্যান্ড বিশ্বকাপের দল ঘোষণা করবেন। কিন্তু নির্বাচকদের চিন্তা কাঁটছে না। কারণ লিটন দাস, সৌম্য সরকার এবং সাব্বির রহমান ধারাবাহিক নন। যদিও তাদের ইংল্যান্ড বিশ্বকাপের দলে থাকার জোর সম্ভাবনা। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফিরও পছন্দ তারা।

ক্রিকবাজকে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানান, এই ত্রয়ী ঘরোয়া লিগে কিংবা আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক নয়। যা তাদের দল নির্বাচন নিয়ে চিন্তা বাড়িয়ে দিচ্ছে। তিনি বলেন, ‘ঢাকা প্রিমিয়ার লিগে তাদের পারফর্ম নিয়ে আমরা ভাবনার মধ্যে আছি। আমরা তাদের এই টুর্নামেন্ট দিয়ে বিচার করছি না। তারা সব মিলিয়ে আসলে আমাদের প্রত্যাশা মতো পারফর্ম করতে পারছে না।’

লিটন-সৌম্যদের প্রতিভা নিয়ে কখনও প্রশ্ন ওঠেনি। মিনহাজুল আবেদিনও প্রশ্ন রাখছেন না। তবে নিয়মিত রান না পাওয়া নির্বাচকদের চিন্তার কারণ না হয়ে যায় না। কারণ তারা ভেবেছিলেন ডিপিএলে তারা বেশ ভালো খেলবে। ভালো রান পাবে। যাতে বিশ্বকাপের আসরে তাদের আত্মবিশ্বাস সুউচ্চ থাকে। সেখানে ধাক্কা খেয়েছেন মিনহাজুল।

বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান এবং নির্বাচক প্যানেলের সঙ্গে কাজ করা আকরাম খান জানান, তারা বিশ্বকাপের দল ঘোষণা করার জন্য ডিপিএলে নজর রাখছেন। তারপরেই দল ঘোষণা করবেন। ওই তিন ক্রিকেটারের রান না পাওয়া নিয়ে এই ক্রিকেট কর্মকর্তা বলেন, ‘রান করা একটা অভ্যাস। এই অভ্যাস গড়ে তুলতে না পারলে প্রতিভার সঙ্গে সমন্বয় করা কঠিন।’

বাংলাদেশ ঘরোয়া লিগের পরিচিত কোচ নাজমুল আবেদিন বলেন, ‘তাদের ব্যাটিংয়ের কোন ধারা গড়ে উঠেনি। একদিন তারা খুব মেরে খেলে। একদিন দেখা যায় খুবই রক্ষনাত্মক। তাদের ব্যাটিংয়ের নিজস্ব ধারা তৈরি না হওয়ায় এটা হচ্ছে। এটা ক্রিকেটারদের মানসিক দিকও। এইখানে তারা সেট হলে নিয়মিত রান পাবে।’ তবে বিশ্বকাপে ভালো ব্যাটিং উইকেটে খেলা হবে বিধায় তারা ভালো রান পাবেন বলে আশা করছেন এই কোচ।

এছাড়া বিসিবি’র তৈরি করা ২০ সদস্যের প্রাথমিক দলও হাতে পেয়েছে ক্রীড়া ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকবাজ। সেখানে থেকে ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করা হবে। আয়ারল্যান্ডেও প্রায় একই দল নিয়ে খেলতে যেতে পারে বাংলাদেশ দল।

বাংলাদেশের ২০ সদস্যের প্রাথমিক বিশ্বকাপ দল: মাশরাফি মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটন দাস, সাব্বির রহমান, মেহেদি মিরাজ, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, শাফিউল ইসলাম, ইয়াসির রাব্বি, ফরহাদ রেজা, আনামুল হক, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ।

Pin It