উড়ন্ত উইন্ডিজকে থামাতে পারবে টাইগাররা ?

BD-vs-WI-samakal-5cd03725cc136

ডাবলিনের আকাশে মেঘ আছে। মঙ্গলবার (বেলা ৩.৪৫ মিনিট) বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে-পরে কিংবা মধ্যে বৃষ্টি হতে পারে। পেস সহায়ক উইকেটে বৃষ্টির ছোঁয়ার ফণা তুলতে পারেন বোলাররা। তবে ওয়েস্ট ইন্ডিজ ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ডাবলিনে স্বাগতিকদের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছে। বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচেও তাই দেখা যেতে পারে রান উৎসব।

বাংলাদেশের মাটিতে সিরিজ হারের পর ওয়েস্ট ইন্ডিজ দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুর্দান্ত সিরিজ কাটিয়েছে তারা। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেও রেকর্ডের ছড়াছড়ি। দুই ওপেনার শাই হোপ-ক্যাম্পবেলে গড়েছেন বেশ কিছু রেকর্ড। দেখিয়েছেন দুর্দান্ত ব্যাটিং।

বাংলাদেশকে উড়তে থাকা ওই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে হবে প্রথম ম্যাচে। থামাতে হবে ওয়েস্ট ইন্ডিজের গতি। বাংলাদেশ দল ত্রিদেশীয় সিরিজে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে। তবে প্রথম ম্যাচে একাদশে বড় পরিবর্তনের সুযোগ কম। তামিম-লিটনকে এ ম্যাচেও ওপেনে দেখা যেতে পারে। তবে টেনিস এলবো ইনজুরির কারণে বিশ্রামে রাখা হতে পারে সাইফউদ্দিনকে। এছাড়া ডাবলিনে বাংলাদেশ দল এক স্পিনার নিয়ে নামলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

ইনজুরির কারণে বাংলাদেশের সর্বশেষ ওয়ানডে সিরিজে ছিলেন না সাকিব আল হাসান। তিনি এ ম্যাচ দিয়ে দলে ফিরবেন। দলে ফিরবেন নিউজিল্যান্ডে দুই ম্যাচেই ফিফটি করা মোহাম্মদ মিঠুন। তিনিও ইনজুরির কারণে কিউইদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে খেলতে পারেননি। এ ম্যাচে সাইফউদ্দিন দলের বাইরে থাকলে দলে সুযোগ পেতে পারেন ফরহাদ রেজা। যিনি ২০১১ সালে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন।

বাংলাদেশের সম্ভব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি মর্তুজা, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভব্য একাদশ: জোহান ক্যাম্পবেল, শাই হোপ, ড্যারেন ব্রাভো, জেসন হোল্ডার, জনাথন কার্টার, সুনিল আমব্রিস, রোস্টন চেজ, আসলি নার্স, কেমার রোচ, শেলডম কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল।

Pin It