নির্ধারিত দামে গরুর মাংস বিক্রি নিশ্চিতে সিটি করপোরেশনের কড়াকড়ির মধ্যে মূল্য তালিকায় জালিয়াতি করে ধরা পড়লেন মোহাম্মদপুরের এক ব্যবসায়ী।
বাজার পরিস্থিতি স্বচক্ষে দেখতে বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটে আকস্মিক অভিযানে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
এ সময় তিনি গরুর মাংসের একটি দোকানে গিয়ে মাংসের দাম লিখে ঝুলিয়ে রাখা লেমিনেটেড কাগজে সিটি করপোরেশন নির্ধারিত দাম ৫২৫ টাকাই দেখতে পান। তবে সেখানে ঘষামাজা করা হয়েছে বলে সন্দেহ হওয়ায় কাগজটি উল্টালেই দেখা যায় লেখা, ৫৫০ টাকা।
গরুর মাংসের দাম ধারাবাহিকভাবে বাড়ার প্রেক্ষাপটে ব্যবসায়ীদের সঙ্গে বসে রোজায় প্রতি কেজি মাংসের দাম ৫২৫ টাকা বেঁধে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
টাউন হল মার্কেটের দোকানির এই জালিয়াতি ধরে ফেলার পর মেয়র সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন।
পরে ওই মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মাংসের দাম কেজি প্রতি ৫২৫ টাকা বেঁধে দিয়েছে। আমরা গেলে ৫২৫ টাকারই মূল্য তালিকা দেখিয়েছে, কিন্তু বোর্ডের উল্টো দিকে লেখা ৫৫০ টাকা।
“সে ওই দামেই মাংস বিক্রি করছিল। এজন্য সিটি করপোরেশনের আইনের ৬১ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
পরে মেয়র আতিকুল ইসলাম টাউন হল মার্কেটের পেছনে গিয়ে দোকানের সামনের ফুটপাত ও রাস্তা ব্যবসায়ীদের দখলে দেখতে পান।
রাস্তা থেকে দোকান সরিয়ে নেওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
পরে মেয়র আতিকুল সাংবাদিকদের বলেন, “এটা খুব দুঃখজনক যে, ফুটপাত ও রাস্তা দখল করে, সাধারণ মানুষকে কষ্ট দিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করছেন। এটা চলতে দেওয়া যাবে না।”
ভেজালমুক্ত এবং সঠিক ওজন ও দামে পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
“রমজান এবাদতের মাস। ধর্মীয় ও নৈতিকতার দিক থেকে সৎভাবে ব্যবসা করা উচিত। অসৎ ব্যবসায়ীদের বিবেক জাগ্রত হোক,” বলেন মেয়র আতিক।